সোহাগ পল্লী গাজীপুর | সোহাগ পল্লী রিসোর্ট রুম ভাড়া 2024
সোহাগ পল্লী (Shohag Polli) ঢাকা বিভাগের গাজিপুর জেলা তে অবস্থিত একটি অত্যন্ত মনোরম পরিবেশ এ গরে উঠা রিসোর্ট অ্যান্ড পার্ক। প্রায় ১১ একর জায়গা জুড়ে অবস্থিত ঐতিহাসিক এই সোহাগ পল্লী তে পরিবারের সকল সদস্যদের নিয়ে একটু আনন্দঘন সময় কাটাতে পারা যাবে।
আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই রিসোর্ট অ্যান্ড পার্ক সম্পর্কে বিস্তারিত যেমন; সোহাগ পল্লী কোথায় অবস্থিত ? সোহাগ পল্লী রিসোর্ট রুম ভাড়া, টিকেট মূল্য সহ কিভাবে যাবেন বিস্তারিত।
সোহাগ পল্লী | Shohag Palli
সোহাগ পল্লী যার পুরো নাম সোহাগ পল্লী পার্ক অ্যান্ড রিসোর্ট (Shohag Palli Park and Resort)। যেটি গাজীপুর জেলার চন্দ্রা থেকে প্রায় ৪.১ কিলোমিটার উত্তরে কালামপুর নামক গ্রামে অবস্থিত একটি নান্দনিক দর্শনীয় পিকনিক স্পট। আয়তন ও সৌন্দর্যের বিবেচনায় এটি গাজীপুর জেলার টপ ১০ টি রিসোর্ট এর একটি।
জেনে নিন ঢাকার সেরা দর্শনীয় স্থান সমূহ সম্পর্কে
এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। স্ট্যান্ডার্ড রুম প্রতি রাত ৫০০০ টাকা, ডিলাক্স রুম প্রতি রাত ৬০০০ টাকা, পুলসাইড রুম ১২০০০ টাকা, লেকফ্রন্ট কটেজ ৭০০০ টাকা, ফামালি ভিলা ১৫০০০ টাকা, প্রেসিডেন্ট ভিলা ( হাফ) ৩০০০০ টাকা এবং ফুল ৫০০০০ টাকা। তবে যোগাযোগ করে কথা বলে আসলে ডিস্কাউন্ট পাওয়া সম্ভব।
সোহাগ পল্লী গাজীপুর
গাজীপুর সোহাগ পল্লী অ্যান্ড রিসোর্ট এ বেশ কয়েকটি নান্দনিক প্রদর্শনী রয়েছে যেটি এই রিসোর্ট কে অনন্য মাত্রায় নিয়ে গেছে। এসবের মধ্যে ঝুলন্ত সাকোর পিলার, কৃত্তিম লেক, খোদাই করা কারু কাজ, শিশুদের জন্য খেলার জায়গা, গাছপালা সহ আকর্ষণীয় সব প্রদর্শনী। এসব প্রদর্শনী গাজীপুর এ এই প্রথম যা ভ্রমন পিপাসু দের মন জয় করে নিবে।
এখানে কি নেই ? অর্থাৎ সুইমিং পুল থেকে শুরু করে লেক এর পাশে অবস্থিত কটেজ এবং মেজবান রেস্টুরেন্ট এই রিসোর্ট এর অন্যতম আকর্ষণ। এখানে ৫০ জনের মতো কর্মী রয়েছে যারা সবসময়য় আপনাদের সেবায় নিয়োজিত। এছাড়াও রয়েছেঃ
- কনফারেন্স এর জন্য একটি বিশাল হলরুম।
- সু উচ্চ পাহাড়
- রাক্ষস আকৃতির মুখ
- সুন্দর প্রবেশ গেইট
- জিরাফ ও হরিনের প্রতিকৃতি সহ অনেক কিছু।
ঘুরে আসুন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
প্যাকেজ সমূহ
কাপল সিলভার প্যাকেজ | এই প্যাকেজে ২০০০ টাকায় থাকছে সুইমিং পুল, মর্নিং টি সহ দুপুরের খাবার, বিকালের স্নাক্স, এবং এরিয়া গুলো পর্যবেক্ষণের সুবিধা।জ এ ৬৫০০ টাকায় থাকছে সুইমিং পুল, এসি রুম, সকালের নাস্তা, চা, দুপুরের খাবার এর সুবিধা। |
কাপল গোল্ড প্যাকেজ | কাপল গোল্ড প্যাকেজ এ ৬৫০০ টাকায় থাকছে সুইমিং পুল, এসি রুম, সকালের নাস্তা, চা, দুপুরের খাবার এর সুবিধা। |
ফ্যামিলি সিলভার প্যাকেজ | এই প্যাকেজ এ ৩-৪ জন এর জন্য ৯০০০ টাকায় থাকছে সুইমিং পুল, এসি রুম, সকালের নাস্তা, দুপুরের খাবার, স্নেক্স সহ অনেক আকর্ষণীয় সব সুবিধা। |
ফ্যামিলি গোল্ড প্যাকেজ | এই প্যাকেজ এ ৯৫০০ টাকায় সকল সুবিধা রয়েছে সিলভার এর মত। তবে এখানে শুধু লেকসাইড কটেজ সুবিধা রয়েছে। |
ফ্যামিলি প্লাটিনাম প্যাকেজ | এই প্যাকেজ এ মাত্র ১৬৫০০ টাকায় পাবেন ফ্যামিলি ভিলা রুম, সুইমিং পুল, সকালের নাস্তা, দুপুরের খাবার ও স্নেক্স সুবিধা। |
ফ্রেন্ডস সিলভার প্যাকেজ | এই প্যাকেজ এ ১০৭৮ টাকা থেকে ডিসকাউন্ট এ মাত্র ৯৯৯ টাকায় মিনিমাম ১০ জন এর জন্য পাচ্ছেন সুইমিং পুল, কমন এরিয়া, সকালেরর নাস্তা, দুপুরের খাবার এবং স্নেক্স। সুতরাং কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসলে এতি আপনাদের জন্য একটি বেষ্ট প্যাকেজ হবে। |
ফ্রেন্ডস গোল্ড প্যাকেজ | ১২৯৯ টাকায় পাচ্ছেন সুইমিংপুল, সকালের নাস্তা, ভিআইপি লাঞ্চ, এবং স্নেক্স। |
ফ্রেন্ডস প্লাটিনাম প্যাকেজ | ফ্রেন্ডস প্লাটিনাম প্যাকেজ এ এই সকল সুবিধার পাশাপাশি মাত্র ১৭০০০ টাকায় পাবেন ফ্যামিলি ভিলা সুবিধা। তবে এই প্যাকেজ এ ৬ জন থাকতে পারবেন। |
বলে রাখা ভালো প্যাকেজ এর সুবিধা এবং মূল্য তালিকা যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় আপডেট থাকার জন্য ওয়েবসাইট এ ঘুরে দেখতে পারেন। ওয়েবসাইট এর ঠিকানাঃ www.sohagpolli.com
সোহাগ পল্লী রিসোর্ট রুম ভাড়া
এখানে স্ট্যান্ডার্ড রুম প্রতি রাত ৫০০০ টাকা, ডিলাক্স রুম প্রতি রাত ৬০০০ টাকা, পুলসাইড রুম ১২০০০ টাকা, লেকফ্রন্ট কটেজ ৭০০০ টাকা, ফামালি ভিলা ১৫০০০ টাকা, প্রেসিডেন্ট ভিলা ( হাফ) ৩০০০০ টাকা এবং ফুল ৫০০০০ টাকা। যোগাযোগ করে কথা বললে রুম ভাড়া কমে পাওয়া যায়।
সোহাগ পল্লী টিকেট মূল্য ২০২৪
- গাজীপুর সোহাগ পল্লী তে টিকেট মূল্য বা প্রবেশ মূল্য জনপ্রতি ২০০ টাকা। টিকেট বুকিং এর জন্য www.sohagpolli.com তে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রুম বুকিং করা যাবে। এই রিসোর্ট এর কোন সাপ্তাহিক বন্ধ নেই।
কিভাবে যাবো
ঢাকার যেকোনো প্রান্ত থেকে যাওয়া যাবে। প্রথমে বাসে করে যেকোনো বাসে গাজীপুর চন্দ্রা তে নামতে হবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে। তারপর চন্দ্রা থেকে উত্তর-পূর্ব দিকে, প্রায় ৪ কিলোমিটার এর পথ। সিএনজি করে যাওয়া বেটার হবে। তবে অন্যভাবে গেলেও হবে কিংত মনে রাখতে হবে এই পল্লী রিসোর্ট কালামপুর গ্রামে অবস্থিত।
সোহাগ পল্লী পার্ক
সুইমিং পুল থেকে শুরু করে লেক এর পাশে অবস্থিত কটেজ এবং মেজবান রেস্টুরেন্ট গাজীপুর সোহাগ পল্লী পার্ক এর অন্যতম আকর্ষণ। এখানে ৫০ জনের মতো কর্মী রয়েছে যারা সবসময়য় আপনাদের সেবায় নিয়োজিত।
সোহাগ পল্লী রিসোর্টে কি কি রয়েছে
সোহাগ পল্লী রিসোর্টে রয়েছে কয়েকটি উন্নত মানের কটেজ রয়েছে একটি সুইমিং পুল ও একটি দুর্দান্ত এবং আকর্ষণীয় বাড়ি বাড়িটির নাম হল মোল্লাবাড়ি।