স্মার্ট কার্ড কতবার পাবেন জানেন কি?

আমরা অনেকেই জানি না যে একজন বাক্তি কত বার স্মার্ট কার্ড পেতে পারে। অএনেকের আইডি কার্ড হারিয়ে যায় বা অন্নক অন কারনে চিরতরে নস্ত বা অকেজো হয়ে যায়।

আইডি কার্ড সংশধনের আবেদন করার পর পুনরায় কি স্মার্ট কার্ড পাবে ? এই বাপার এ অনেকেই জানতে চান। জদিও এ বাপারে বাংলাদেশ নির্বাচন কমিশন সুস্পষ্ট ধারনা দিয়েছে। কিন্তু আসল কথ হল তা মারা জানি না।

এখন বলে রাখা ভাল যে অনেকেই স্মার্ট কার্ড সংশোধনের জন্য আবেদন করে থাকেন। সেই আবেদন এর [পর যখন নতুন আইডি ক্রদ ডাউনলোড করতে চান তখন একটি প্রিন্ট কপ্পি প্রদান করে নির্বাচন কমিশন।

কিন্তু আপনি কি জানেন স্মার্ট কার্ড পাবেন কিনা বা স্মার্ট কার্ড পাউয়ার জন্য কি কি শরত রয়েছে? যদি না জেনে থাকেন তবে এই পোস্ট আপনার জন্যই।

কেননা বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন প্রজ্ঞাপনা জারি করেছে। চলুন জেনে নিই কথা না বারিয়ে।

একজন প্রার্থী কতবার স্মার্ট কার্ড পাবে

বাংলাদেশ নির্বাচন কপিশন এর সম্প্রতি এনআইডি সংক্রান্ত সকল দায়িত্ব বাংলাদেশ স্বরাষ্ট্র মন্তনালয় এর নিকত হস্তান্ত হচ্ছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় পরিচয় পত্র নিবন্ধন ও সংশোধনের দায়িত্ব বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর নিকত হস্তান্তর হচ্ছে। সেই লক্ষে নতুন এনআইদি সারভার চালু হতে পারে এবং নতুন নিরদেশনা না দেওয়া পর্যন্ত তাদের নতুন নীতিমালা বহাল থাকবে।

নতুন নীতিমালাটি কি ?

বাংলাদেশ নির্বাচন কমিশন এর নতুন নিতিমাল অনুসারে একজন বাক্তির নামে একাধিক স্মার্ট কার্ড থাকতে পারবে না। যদি উক্ত বাক্তি স্মার্ট কারদটি হারিয়ে ফেলেন তবে সংশ্লিষ্ট থানায় জিডি করবে।

তারপর অনলাইনে আবেদন করবে। আবেদন মঞ্জুর হলে অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে পরবর্তীতে লেমিনেতিং করে বাবাহার করতে পারবে।

আর যদি নির্বাচন কমিশন করতিক কোন ভুল আপনার স্মার্ট কার্ড এ হয়ে থাকে তবে অবসশই আপনি সংশোধনের আবেদন করতে পারবেন নিরসিদত ফি দিয়ে। তাদের জন্য আইডি কার্ড রি ইসসু আবেদন অক্রতে হবে।।

আবেদন রিইস্যু ২ দ্ধরনের হতে পারে। একটি হচ্ছে জরুরি আনবং অন্যটি সাধারন। জেভাবেই হক না কেন আপনি যদি রি ইস্যু আবেদন করেন তবে কয়েকদিনেই মদ্ধেই আইডি কার্ড রেদি হয়ে যাবে।

তবুও আপনাকে স্মার্ট কার্ড একবারে বেশি দেওয়া হবে না। তাই বলা যায় একজন বাক্তি ১ বার এর বেশি কখনই স্মার্ট কার্ড পাবে না।

সুখবর

এত হতাশার মাঝেও সুখবর আছে। ২০১৬ সালের হালনাগাদ অনুসারে বরতমানে বাংলাদেশের মত ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। তাদের মদ্ধে স্মার্ট কার্ড ঘারি রয়েছেন মাত্র ৭ কোটি। বাকি ৫ কোটি মানুধ এখন স্মার্ট কার্ড পান নি।

এ বধন বাঙ্গালদেশ সরকার ৩ কোটি স্মার্ট কার্ড বিরতনের সিদ্ধান গ্রহন করেছে। তাই অতি সিগ্রই নতিসে মাধমে জানিয়ে দেওয়া হবে যে কবে আইডি কার্ড এর স্মার্ট করপি পাবেন এই বাপার এ বিস্তারিতভাবে।

কিছু প্রশ্নোত্তরঃ

জারা সংশোধনের জন্য আবেদন করেছেন তারা কি পুনরায় স্মার্ট কার্ড পাবে ?

উত্তর হচ্ছে না। কেননা বাংলাদেশ নির্বাচন কমিশন এর বরতমান তথ্য অনুসারে কোন বাক্তির ২টি স্মার্ট কার্ড প্রাপ্রি সম্ভব নয়।

নতুন ভোটাররা কি স্মার্ট কার্ড পাবে?

উত্তর হচ্ছে হ্যাঁ। অরথায় ২০২১ সালের পর জারা ভোটার হয়েছেন তারা স্মার্ট কার পেতে প্রেন কেননা বাংলাদেশ সরকার নতুন করে ৩ লক্ষ স্মার্ট কার্ড বিতরনের সিদ্ধান্ত নিয়েছে।

স্মার্ট কার্ড এর বিতত্রন কবে শুরু হবে ?

ভিদিওটি ভ্ল করে দেখলে আস করি সব ভুল ধারনা ভেঙ্গে যাবে। কবে পাবেন সেতাও বলা আছে ভিদিও তে। সল কথা হল বিতরন কারজক্রম শুরু হলে তা মাইকিং লিফ্লেত কিংবা অন্নভাবে প্রচারনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *