মার্কেটিং কাকে বলে | মার্কেট বলতে কি বোঝায় বিস্তারিত 2024

3.6/5 - (7 votes)

মার্কেটিং বলতে কি বোঝায় এই সম্পর্কে অজ্ঞতার কারনে আমরা আমাদের এই ডিজিটাল বাংলাদেশের Digital Marketing এ পিছিয়ে পরি। কিন্তু এ সম্পর্কে সঠিক ধারনা ও জ্ঞান থাকলে একজন সফল মানুষ হওয়া যায়।

আপনাকে যদি প্রশ্ন করা হয় Marketing এর জনক কে আপনি কি বলতে পারবেন? না, আপনার মতো অনেকেই তা পারে না। তাই আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি।

মার্কেটিং | মার্কেটিং কাকে বলে
Marketing Definition and Details

মার্কেটিং

যেকোনো ব্র্যান্ড, যেকোনো ব্যবসা যেকোনো পণ্য বা সার্ভিস কে, মার্কেটে ও জনসাধারণের মধ্যে প্রচার করার এবং সেগুলির চাহিদা ও গুনগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে করা একটি প্রক্রিয়াই মার্কেটিং। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে বিভিন্ন রকমের Marketing Technique ও স্ট্রাটেজি ব্যবহার করা হয়।

মার্কেটিং হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সর্ব সাধারণ এর কাছে মতুন ব্র্যান্ডের পণা এবং নিজেদের সার্ভিস সম্পর্কে অবগত করা যায় এবং কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করা যায়। সঠিক পদ্ধতি ও প্লান অনুযায়ী না আগালে পরিবেশ বুঝে আসাতে না পারলে এখান এ সফলতা অর্জন সম্ভব নয় হলেও তা ক্ষণস্থায়ী।

দুই ধরনের মার্কেটিং বাংলাদেশে চালু রয়েছে বর্তমানে। একটি অনলাইন সার্কেটিং আর একটি অফলাইন।

  • অনলাইন বা Digital Marketing
  • Offline Marketing

মার্কেটিং কাকে বলে

Marketing এর সঠিক সংজ্ঞা এক লাইনে দেওয়া সম্ভব নয়। উত্তর: কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হয়ে গ্রাহকের কাছে পৌঁছানোকে মার্কেটিং বলে।

  • কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে এমন বিনিময় মাধ্যম সৃষ্টির জন্য পরিকল্পনা, মূল্যায়ন, প্রচার-প্রসার, পণ্য এবং সেবাসমূহ বন্টন করার প্রক্রিয়াকেই মার্কেটিং বলে। যার বাংলা অর্থ বাজারজাতকরণ।

স্থান, কাল পাত্র ভেদে একে দুইটি ধাপে ভাগ করা যেতে পারে। যার মধ্যে একটি B to B Marketing অন্যটি B to C Marketing যখন একজন উদ্যোক্তার সাথে অন্য আরেকজন উদ্যোক্তার লেনদেন এর মাধ্যমে একটি সুন্দর মার্কেটিং পদ্ধতির সুচনা হয় তখন তাকে Business To Business Marketing বলা হয়। যেমন আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি গুলো থেকে ডিলার এর মধ্যে যে লেনদেনগুলো হয় সেগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

অপরদিকে, কোন উদ্যোক্তার সাথে অন্য কোন সাধারণ খুচরা বিক্রেতার এবং সেই খুচরা বিক্রেতার সাথে সাধার জনগণের মধ্যে যে মার্কেটিং প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে Business To Consumar Marketing বলে থাকে।

আপনি কি শিক্ষা, ট্রেনের খবর, ট্রাভেল গাইড, মার্কেট গাইড সহ সকল জেলার আপডেট পেতে চান ? তাহলে আপনি উঁকি মারতে পারেন আমাদের ফেসবুক পেজ এ!!

মার্কেটিং বলতে কি বোঝায়

Marketing প্রক্রিয়াটি হলো এমন একটি কৌশল, যার মাধ্যমে নিজের পণ্য বা প্রোডাক্ট এবং সেবার প্রতি সম্ভাব্য গ্রাহকদের, আগ্রহী করে তোলা হয়। তাই বলা যায়,

  • মার্কেটিং হচ্ছে কোনো পণ্য, ব্যবসা, ব্র্যান্ড, সার্ভিস এর প্রচার ও প্রসার এর কাজে ব্যবহার করা একটি প্রক্রিয়া। যেখানে কোম্পানি বা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে নিজেদের পণ্য গ্রাহকের কাছে বিক্রির মাধ্যমে কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করা।

এতক্ষণ আমরা অফলাইন বা Traditional Marketing এর কথা জানলাম। যদি আরও কিছু জানার থাকে তবে জেনে নিন। Marketing এর আরও একটি সু-বিশাল শাখা রয়েছে যার নাম Digital Maketing। এখন এই সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়া হবে।

Digital Marketing

ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে Search Engine Marketing এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, Emain Marketing এর মাধ্যমে আবার হতে পারে Youtube Marketing এর মাধ্যমে।

এই Digital marketing এর বেশ কিছু সেক্টর বা শাখা রয়েছে। এসবের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন টেকনিক ফলো করা হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটটি একটু আলাদা। এখানে জনপ্রিয় Digital makteting সাইটগুলো হলঃ

  • Affiliate Marketing
  • Social Marketing
  • Email Marketing এবং
  • সর্বশেষ SEO Marketing।

Digital Marketing কি

ডিজিটাল ডিভাইস এবং তথ্য প্রযুক্তি,মোবাইল/কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং। যেটাকে অনলাইন প্রচারণাও বলা হয়ে থাকে।

Affiliate Marketing কি

ডিজিটাল বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অ্যাফিলিয়েট মার্কেটিং একটি জনপ্রিয় Digital Marketing। অর্থাৎ এটি এমন একটি মাধ্যম, যেখানে কর্তৃপক্ষ যেকোনো অনলাইন প্রোডাক্ট বা জিনিস অন্যদের কেনার জন্য আগ্রহ করেন। আপনার প্রমোট করা প্রোডাক্টটি যখন কেও কিনে, তখন আপনাকে টাকা কমিশন হিসেবে দেয়া হয়।

Facebook or Social Marketing কি

Facebook marketing হলো এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়। একেই Facebook marketing বলে।

সারা জীবন তো ফেসবুককে সময় দিলেন টাকা আর শ্রম দিলেন, আপনার কি ল্যাব হচ্ছে? আপনি কি কিছু পাইতেসেন? তাই সিদ্দান্ত আপনার, আপনি কি করবেন।

এছাড়াও বেশ কিছু জনপ্রিয় Digital MArketing রয়েছে। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে Email Marketing। আরও হচ্ছেঃ

  • Content Marketing
  • SEO Marketing
  • Paid অ্যাডস ইত্যাদি।

সুপ্রিয় পাঠক, আমরা সুনিপুণ ভাবে Marketing সম্পর্কে বিস্তারিত জেনে গেছি। এর পরও যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ত করে জানাবেন। আর একটি বিষয় সেটা হচ্ছে যে,Marketing এর জনক কাকে বলা হয়? উত্তরঃ বিপনন অধ্যাপক ও পরামর্শদাতা ড. ফিলিপকে মার্কেটিং এর জনক বলা হয়ে থাকে।

কন্টেন্ট মার্কেটিং কি

Content Marketing হলো এমন এক ধরনের মার্কেটিং কৌশল, যেখানে আকর্ষণীয় এবং ব্যবসার সাথে প্রাসঙ্গিক বিষয়বস্তু তৈরি করা হয় এবং সেগুলোকে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম এর মধ্যে বিতরণ করা হয়, যাতে করে শ্রোতাদের কাছে নিজের পণ্যের প্রচার করে তাদের আকর্ষিত করা যায়।

এসইও মার্কেটিং কি

এসইও এর পূর্ণ রুপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। শব্দটার সাথে Digital marketing এ যুক্ত সবাই মোটামোটিভাবে পরিচিত। ওয়েব সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্র্যাফিকের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করতে যেটি সাহায্য করে সেটিই এসইও মার্কেটিং (SEO Marketing)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *