ঢাকায় কমদামে কেনাকাটার সেরা মার্কেট লিস্ট 2024
রাজধানী ঢাকায় কমদামে কেনাকাটার সেরা মার্কেট বেশ কিছু রয়েছে। অনেক মার্কেট রয়েছে যেসবে খরচ একটু বেশি, আবার এমন অনেক মার্কেট রয়েছে যেখানে অনেক কম খরচে অনেক ভাল পণ্য পাবেন। তাই আজ আমি আপনাদের এমন ৩টি মার্কেটের কথা শেয়ার করব, আসা করি আপনাদের উপকার হবে।
গাউছিয়া মার্কেট
ঢাকায় কমদামে কেনাকাটার সেরা মার্কেট এর নাম শুনলেই প্রথমেই যে মার্কেটের কথা চলে আসে সেটি গাউছিয়া মার্কেট। এই মার্কেট এর দুইটি শাখা রয়েছে। কিন্তু অনেকেই তা জানি না।
গাউছিয়া মার্কেট দুইটি। প্রথমটি ঢাকা গাউছিয়া মার্কেট যেটি রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকা কিংবা ধাক সিটি কলেজ এরিয়াতে অবস্থিত। দ্বিতীয়টি নারাইয়নগঞ্জের ভুলতা তে অবস্থিত।
এটির নাম ভুলতা গাউছিয়া মার্কেট। আপনি যদি পাইকারি তে কাপর সহ অন্যান্য সকল ষ্টেশনারী সামগ্রী কিনতে চান তাহলে এটি অবে আপনার জন্য বেস্ট অপশন।
এখানে থ্রি পিস কিনতে আসা ফাতেমা হোসেন বলেন, ” আমরা কম দামে থ্রি পিস কিনতে আসছিলাম, আলহামদুলিল্লাহ্ পেয়েছি। এখানে ১২০ টাকা থেকে শুরু করে ৮৯০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের ৫০ পিস থ্রি পিস নিয়েছি। দেখতে খুবই সুন্দর”
গাউছিয়া মার্কেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন
মিরপুর হোপ মার্কেট
ঢাকায় কমদামে কেনাকাটার সেরা মার্কেট এর মধ্যে এই মার্কেট অন্যতম। অনেকেই হয়ত নাম শুনে চিনবেন না। কিন্তু লোকেশন বললে ঠিকই চিনবেন।
এই মার্কেট রাজধানী ঢাকার মিরপুর ১০-১৩-১৪ নম্বর রোদে অবস্থিত। কি চিনে গেলেন তো? হ্যাঁ, মিরপুর ১০ নম্বর গোল চত্তর থেকে মিরপুর ১৩ নম্বর হাই স্কুলের গেইট কে কেন্দ্র করে গরে উথেছে এই মার্কেট।
প্রতিদিন আমাদের সমাজের মধ্যবিত্ত দের জন্য একটি জনপ্রিয় মার্কেট। কেননা এখানে কম দামে কোয়ালিটি সম্পন্ন জিনিস পত্র পাওয়া যায়।
এখানে ঘুরতে আসা রিয়াজুল ইসলাম ও তার বিবি বিখ্যাত বিডি কে জানান, ” আমরা কম দামে এত ভাল ভাল জিনিস কিনতে পেরেছি বড় কোন মার্কেট এও পেতাম না। জিবনে কল্পনাও করতে পারি নি এই বাজেটে এত কিছু কিনতে পারবো”।
মিরপুর হোপ মার্কেট সম্পর্কে বিস্তারিত জানুন
যমুনা ফিউচার পার্ক
ঢাকায় কমদামে কেনাকাটার সেরা মার্কেট সম্পর্কে জানাতে গিয়ে আর একটি কথা বলে রাখা ভাল যে, আপনার বাজেট যদি আর একটু বেশি হয়। অর্থাৎ আপনার কাছে বসুন্ধরায় কেনাকাটার মত বাজেট না থাকে, তাহলে মাই আপনাকে এই মার্কেট টি সাজেস্ট করব।
যমুনা ফিউচার পার্ক মার্কেট দেশের অন্যতম জনপ্রিয় একটি মার্কেট, আয়তনের দিক থেকে প্রায় ১০ একর। বিশাল এই মার্কেট এ বেশ কম দামে এবং আকর্ষণীয় সব ছাড়ে পণ্য কিনতে পারবেন।
বসুন্ধরার চেয়ে তুলনা মুলক কম দামে কিনতে পারায় অনেকেই দারুন খুসি। এখানে ঘুরতে আসা শিক্ষক আশরাফুল ইসলাম স্যার জানান, ” এখানে কম দামে ভালই প্রোডাক্ট পেয়েছি, যদিও বেশ কিছু পন্নের অনেক চড়া দাম ছিল, তবে হ্যাঁ আমি গ্রামীনফোন স্টার কাস্টমার হিসাবে ভালই ডিস্কাউন্ট পেয়েছি”।
যমুনা ফিউচার পার্ক সম্পর্কে বিস্তারিত জেনে নিন
ঢাকায় কমদামে কেনাকাটা করার সেরা মার্কেট ঢাকায় কমদামে কেনাকাটার সেরা মার্কেট মধ্যে আরও কিছু মার্কেট রয়েছে। এসবের মধ্যে অন্যতম হচ্ছে, মিরপুর ১ মার্কেট, গুলিস্তান মার্কেট, খিলগাও তালতলা মার্কেট ইত্যাদি।
ঢাকা নিউ মার্কেট
ঢাকায় কমদামে কেনাকাটার সেরা মার্কেট লিস্ট এর মধ্যে নিউ মার্কেট অন্য তম একটি মার্কেট। নিউ মার্কেট বাংলাদেশের রাজধানি ঢাকার আজিমপুরে অবস্থিত একটি বাণিজ্যিক শপিং মল। এই মার্কেট টীর নির্মাণ কাজ সুরু হয় ১৯৫২ সালে ।এই মার্কেট টীর স্থাপনার মাধ্যমে ঢাকায় আধুনিকতার যাত্রা সুরু হয়। এই স্থান টি কেনাকাটার জন্য অনেক জনপ্রিয়।
ঢাকায় কম ও ভাল মানের পন্ন কেনা কাটার জন্য নিউ মার্কেট হল একটি অন্য তম মার্কেট এখানে কম দামের মধ্যে সব ধরনের জিনিস পাওয়া যায় সবার চাহিদা অনুযায়ী। এই নিউ মার্কেট এ মোট ৪৪০ টি দোকান রয়েছে । এ ছারাও রাস্তার পাসে ফুটপাতে আর ও অনেক দোকান বসে । বিভিন্ন ডিজাইনে সার্ থ্রি পিছ, পাঞ্জাবি, বাচ্চাদের সব ধরনের পোশাক , জুতা ,কসমে টিকস ঘরের আসবাব পত্র ইত্যাদি।
মিরপুর ১ মুক্তিযোদ্ধা মার্কেট
ঢাকায় কমদামে কেনাকাটার সেরা মার্কেট এর মধ্যে মিরপুর ১ ও অন্নতম একটি মার্কেট । এই মার্কেট এর মধ্যে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পাবেন, তেমনি রয়েছে পোশাক, খেলনা, ক্রোকারীজ, ইলেকট্রিক সামগ্রী, জুতার দোকান, জুয়েলারীর দোকান ইত্যাদি। পোশাক ডিজাইন করার জন্য লেইস, ফিতা ইয়োক অথবা অন্যান্য ধরনের ডিজাইনিং ম্যাটেরিয়াল খুঁজে থাকেন তারা আজিমপুরের নিউমার্কেটে না গিয়েও এই মার্কেট থেকে আপনার পছন্দমতো যেকোনো কিছু জিনিস কিনতে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী।
এমন কি এখানে যারা কাচা বাজারের বেবসা করে তারা এখানে পাইকারি মুল্লের বাজার পেয়ে যাবেন। এখানে চাল ,দাল,আলু, পেয়াজ, মরিচ, আদা রসুন সব ধরনের কাচা বাজার এখানে পাইকারি মূল্যে পাওয়া যায় ঢাকার কাওরান বাজার এর তুলনায় এখানে কম দামে পাওয়া যায় ।
আপনি কি শিক্ষা, ট্রেনের খবর, ট্রাভেল গাইড, মার্কেট গাইড সহ সকল জেলার আপডেট পেতে চান ? তাহলে আপনি উঁকি মারতে পারেন আমাদের ফেসবুক পেজ এ!!
ঢাকায় ঘুরাঘুরি করার সেরা জায়গা
ঢাকায় ঘুরাঘুরি করার সেরা জায়গা গুলোর মধ্যে হল সামরিক জাদুঘর, চিড়িয়াখানা, বিমান বাহিনি জাদুঘর, আগারগাও নতুন রাস্তা, নিলা মার্কেট এবং জাতীয় জাদুঘর।
Thanks , I’ve recently been looking for info about this subject for a while and yours is the best I’ve discovered till now.
However, what concerning the bottom line? Are you positive in regards to the supply?
Hey people!!!!!
Good mood and good luck to everyone!!!!!
Где сделать качественную мойку двигателя в Москве, подробности у нас.
Профессиональная мойка двигателя в Москве moyka-motor.ru .