বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী | Burimari Express Train Schedule 2025
অনেক জল্পনা কল্পনা শেষ এ ১২ মার্চ ২০২৪ থেকে চালু হয়েছে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস। শুধু তাই নয় ৯ই মার্চ থেকে অনলাইনে টিকেট কাটাও শুরু হয়েছে। অনলাইনে টিকেট পাবেন সরকারি সাইট বা অ্যাপ এর মাধ্যমে।
মুলত ভারতের দার্জিলিং ও ভুটান জেতে এই বুড়িমারী তথা লালমনিরহাট ও রংপুর জেলা ব্যাপক ভুমিকা পালন করে। বাসে যাতায়াত অনেক রিস্কি হয়ে থাকে এবং প্রতিদিন প্রায় ১২০০ লিটার ডিজেল খরচ হয়ে থাকে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন এর প্রস্তাবনা জারী করে। অবশেষ এ যাত্রীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রেলের শহর হলেও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগে তেমন কোনো আন্তঃনগর ট্রেন ছিল না।
মনে রাখবেন, ঢাকা থেকে লালমনিরহাট এই ট্রেনের অফ ডে মঙ্গলবার। তবে লালমনিরহাট থেকে ঢাকা আসার সময় অফ ডে সোমবার
যদিও লালমনি এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও তা একটি মাত্র রেক দিয়ে সকাল ১০টা ৪০ মিনিটে লালমনিরহাট স্টেশন ছেড়ে মধ্যরাতে ঢাকায় পৌঁছায়। আবার একই রেক ফিরে আসে। ফলে রাতের আন্তঃনগর ট্রেন সুবিধা বঞ্চিতই ছিল রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট।
বুড়িমারী এক্সপ্রেস
৬ই ডিসেম্বর ২০২৩ পরিক্ষামূলক ভাবে চলাচল কারি আন্তঃনগর ট্রেনটিই হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস ( Burimari Express)। তবে এই ট্রেন ছাড়াও পাবনা এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার নোটিস ও চলে আসবে বলে আসা করা যাচ্ছে। জানিয়ে রাখি যে প্রতিদিন এই রোডে ৩ টি ট্রেন চলাচল করে থাকে। একটি রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস।
এই সবগুলো ট্রেন কে কাউনিয়া জেতে হয় উল্টা রাস্তায় যার ফলে প্রতিদিন প্রায় ৬০-৭০ কিলো মিটার পথ বেশি ঘুরতে হয়। ফলশ্রুতিতে বেশি তেল খরচ হয়। আবার লালমনি এক্সপ্রেস ট্রেনটিকেও ঘুরে জেতে হয়। এই সমস্যা থেকে দূর করার জন্যই নতুন এই ট্রেনের প্রস্তাবনা।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং স্টপেজ নিয়ে জটিলটার কারনেই এতদিন শিডিউল দেওয়া যায় নি বলে জানিয়েছেন রেল মন্ত্রনালয়। বিভিন্ন সময় বিভিন্ন স্টেশন কে সংযুক্ত না করার একটা বার্থ চেস্টা চালাবার চেস্টা করেছে একটি চক্র। আবার অনেকেই নন স্টপ সার্ভিসের প্রস্তাব ও রেখেছেন।
তবে নতুন সময়সূচী অনুসারে নতুন প্রস্তাবনায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি থাকছে না পীরগাছা, বামনডাঙ্গা, সোনাতলা ও জয়দেবপুর জংশন স্টেশনে। এ নিয়ে অনেকে দ্বিমত ও পোষণ করেছেন। বিশেষ করে জয়দেবপুর বাসি এবং বামনডাঙ্গা বাসির মানুষ জন।
নতুন সময়সূচী অনুসারে ৮১০ নং বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ঢাকা ছাড়বে সকাল ৮:৩০মিনিটে এবং লালমনিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। অপরদিকে ৮০৯ নং বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট ছাড়বে রাত ৯:১৫ এবং ঢাকা পৌঁছাবে সকাল ৬টা। (সম্ভাব্য)
আপনি কি শিক্ষা, ট্রেনের খবর, ট্রাভেল গাইড, মার্কেট গাইড সহ সকল জেলার আপডেট পেতে চান ? তাহলে আপনি উঁকি মারতে পারেন আমাদের ফেসবুক পেজ এ!!
Burimari Express Train Schedule 2025
এখানে আপনাদের সুবিধার জন্য ২টি কলাম করে দেওয়া হয়েছে। প্রথম কলামে ঢাকা থেকে যাওয়ার সময় কোন কোন স্টেশনে থামবে এবং ঐ ষ্টেশন থেকে কখন ছাড়বে তা বলে দেওয়া হয়েছে। একইভাবে ২য় কলামে লালমনিরহাট থেকে ছাড়ার সময় কোন কোন স্টেশনে থামবে এবং উক্ত ষ্টেশন হতে ছাড়ার সময় বলে দেওয়া হয়েছে।
ষ্টেশনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় (ওপর থেকে) | লালমনি থেকে ছাড়ার সময় (নিচ থেকে) |
---|---|---|
ঢাকা কমলাপুর | সকাল ৮ঃ৩০ | —- |
বিমানবন্দর | সকাল ৮ঃ৫৮ | সকাল ৬:৩০ |
ঈশ্বরদী | দুপুর ১২ঃ৩০ | —- |
নাটোর | দুপুর ১ঃ০৫ | ভোর ২:০০ |
সান্তাহার | দুপুর ২:২০ | ভোর ১:০০ |
বগুড়া | দুপুর ৩ঃ০৫ | রাত ১২:০৮ |
বোনারপাড়া | বিকাল ৪ঃ০০ | রাত ১১:১৫ |
গাইবান্ধা | বিকাল ৪ঃ৩০ | রাত ১০ঃ৪৭ |
কাউনিয়া | বিকাল ৫ঃ৪০ | রাত ৯:৩৫ |
লালমনিরহাট | —- | রাতঃ ৯ঃ১০ |
তুষভাণ্ডার | —- | —- |
হাতীবান্ধা | —- | —– |
বোরখাটা | —- | —– |
পাটগ্রাম | —- | —– |
বুড়িমারী | —- | —- |
বুড়িমারী শাটল ট্রেন সময়সূচী ২০২৫
১১৩ নং বুড়িমারী শাটল লালমনিরহাট ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে এবং বুড়িমারী পৌঁছাবে বিকাল ৪:৩০ মিনিটে। একইভাবে ১১৪ নং বুড়িমারী শাটল বুড়িমারী ছাড়বে বিকাল ৪:৫০মিনিট লালমনিরহাট পৌছাবে ৬:৫০মিনিট। ১১৫ নং শাটল লালমনিরহাট ছাড়বে সন্ধ্যা ৭:১০মিনিট বুড়িমারী পৌছাবে রাত ৯:১০মিনিট এবং সর্বশেষ ১১৬ নং শাটল বুড়িমারী ছেড়ে যাবে রাত ৯:৩০মিনিট লালমনিরহাট পৌঃ রাত ১১:৩০মিনিট। ট্রেনগুলোর সাপ্তাহিক অফডে হবে মঙ্গলবার।
ট্রেনের নাম | ছাড়ার সময় | আসার সময় |
---|---|---|
১১৩ নং শাটল | লালমনিরহাট- দুপুর ২:৩০ | বুড়িমারী- বিকাল ৪:৩০ |
১১৪ নং শাটল | বুড়িমারী- বিকাল ৪:৫০ | লালমনিরহাট- সন্ধ্যা ৬:৫০ |
১১৫ নং শাটল | লালমনিরহাট- সন্ধ্যা ৭:১০ | বুড়িমারী- রাত ৯:১০ |
১১৬ নং শাটল | বুড়িমারী- রাত ৯:৩০ | লালমনিরহাট- রাত ১১:৩০ |
যে যে ষ্টেশনে যাত্রা বিরতি করবে
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পাটগ্রাম থেকে ছেড়ে গিয়ে,বোরখাটা, হাতিবান্দা, তুষভান্ডার , লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার জংশন, নাটোর, এবং বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করে কমলাপুর গিয়ে পৌঁছাবে এটাই হচ্ছে সময়সূচী।
ঢাকা থেকে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
লালমনিরহাট থেকে ঢাকা বুড়িমারি ট্রেনের সময়সূচী
বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
নতুন সময়সূচী ও ভাড়া অনুসারে ঢাকা থেকে লালমনিরহাট এ ভাড়া বা টিকেট মূল্য, শোভন চেয়ার ৬৩৫ টাকা, স্নিগ্ধা ১২১৪ টাকা এবং এসি ১৪৫৫টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে লালমনিরহাট থেকেও সম পরিমান ভাড়া দিতে হবে।
স্টেশন এর নাম | ভাড়া |
---|---|
ঢাকা টু বুড়িমারী | শোভন চেয়ার ৭৩০ টাকা |
ঢাকা টু পাটগ্রাম | শোভন চেয়ার ৭৩০ টাকা |
ঢাকা টু বারখাটা | শোভন চেয়ার ৬৯৫ টাকা |
ঢাকা টু হাতীবান্ধা | শোভন চেয়ার ৬৮৫ টাকা |
ঢাকা টু তুষভাণ্ডার | শোভন চেয়ার ৬৬০ টাকা |
ঢাকা টু লালমনিরহাট | শোভন চেয়ার ৬৩৫, স্নিগ্ধা ১২১৪, এসি ১৪৫৫ টাকা |
ঢাকা টু কাউনিয়া | শোভন চেয়ার ৬৩৫ টাকা, স্নিগ্ধা ১২১৪ টাকা |
ঢাকা টু গাইবান্ধা | শোভন চেয়ার ৫৫০, স্নিগ্ধা ১০৫৩, এসি ১২৬০ টাকা |
ঢাকা টু বোনারপাড়া | শোভন চেয়ার ৫২৫টাকা, স্নিগ্ধা ১০০৭ টাকা |
ঢাকা টু বগুড়া | শোভন চেয়ার ৪৭৫, স্নিগ্ধা ৯০৯, এসি ১০৯৩ টাকা |
ঢাকা টু সান্তাহার | শোভন চেয়ার ৪৩০, স্নিগ্ধা ৮১৭, এসি ৯৯৪ টাকা |
ঢাকা টু নাটোর | শোভন চেয়ার ৩৭৫ টাকা, স্নিগ্ধা ৭১৯ টাকা |
ঢাকা টু ঈশ্বরদী | শোভন চেয়ার ৩৪০ টাকা, স্নিগ্ধা ৬৪৪টাকা |
ঢাকা টু বিমানবন্দর | শোভন চেয়ার ৫০, স্নিগ্ধা ১১৫, এসি ১২৭টাকা |
বর্তমানে ১ টি তাপানুকুল স্লিপার কোচ নিয়ে চলাচল করছে আমাদের বুড়িমারী এক্সপ্রেস। পাশাপাশি লালমনি/রংপুর/কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্ষেত্রেও একই। এসি কেবিন কোচটিতে ৩ ধরনের বার্থ রয়েছে। যথা- সিঙ্গেল, ডাবল এবং ডাবলসহ উপর বার্থ।
- সিঙ্গেল কেবিনে দুইজন উপর ও নিচে শুয়ে যাওয়া যাবে। তবে এখানে কেবিনগুলো দিনে এসি সিট হিসেবে ৩ জন বসে যাওয়ার জন্য টিকিট দেয়া হয়।
- ডাবল কেবিনে দুইজন নিচে শুয়ে যাওয়ার জন্য। দিনে এটি এসি সিট হিসেবে টিকিট দেয়া হয়। ডাবল কেবিনসহ উপর বার্থ হলো নিচে দুইজন এবং আপার বার্থে দুইজন মোট ৪ জন শুয়ে যেতে পারবেন। দিনে নিচের সিটগুলো বিক্রি হয় তবে আপার বার্থ অর্থাৎ উপরের বার্থ ফাকা ও অবিক্রিত রাখা হয়।
বুড়িমারী এক্সপ্রেসে কেবিন সংখ্যা ৭টি।
কেবিন নং ১ | সিট: ১,২,৩,৪,৫,৬ বার্থ: ১,২ |
কেবিন নং ২ | সিট: ৭,৮,৯ বার্থ: ৩,৪ |
কেবিন নং ৩ | সিট: ১০,১১,১২,১৩,১৪,১৫ বার্থ: ৫,৬,৭,৮ |
কেবিন নং ৪ | সিট: ১৬,১৭,১৮,১৯,২০,২১ বার্থ: ৯,১০,১১,১২ |
কেবিন নং ৫ | সিট: ২২,২৩,২৪ বার্থ: ১৩,১৪ |
কেবিন নং ৬ | সিট: ২৫,২৬,২৭ বার্থ: ১৫,১৬ |
কেবিন নং ৭ | সিট: ২৮,২৯,৩০,৩১,৩২,৩৩ বার্থ: ১৭,১৮ |
আবারও বলে রাখি, রাতে ১ জন শুয়ে যাওয়ার জন্য এগুলো বার্থ এবং দিনের এগুলো এসি সিট হিসেবে বিক্রি হয়। এর ভাড়া সমুহ নিচে দেয়া হলো – আগামী ০৪/০৫/২০২৫ ইং থেকে নতুন ভাড়া অনুযায়ী দেয়া হলো।
- ঢাকা – লালমনিরহাট / লালমনিরহাট – ঢাকাঃ এসি সিট ১৪৫৫ টাকা এসি বার্থ ২১৮০ টাকা
- ঢাকা – গাইবান্ধা / গাইবান্ধা – ঢাকাঃ এসি সিট ১২৬০ টাকা এসি বার্থ ১৮৮৬ টাকা
- ঢাকা – বোনারপাড়া / বোনারপাড়া – ঢাকাঃ এসি সিট ১২০৮ টাকা এসি বার্থ ১৮১২ টাকা
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন স্টপেজ | burimari express train stoppage
- বুড়িমারী
- পাটগ্রাম
- বোরখারা
- হাতিবান্ধা
- তুষভাণ্ডার
- লালমনিরহাট
- কাউনিয়া জংশন
- গাইবান্ধা
- বোনারপাড়া
- বগুড়া
- সান্তাহার জংশন
- নাটোর
- বিমানবন্দর এবং
- ঢাকা কমলাপুর
ট্রেনটিতে লালমনি/রংপুর/কুড়িগ্রাম এক্সপ্রেস মতন ২০১৯ সালের লাল সবুজ ইন্দোনেশিয়ান কোচ থাকবে এবং এদের মতই কম্পোজিশন হবে । অর্থাৎ ১৪/২৮ লোডের রেক হবে ।
কোচ সমুহ |
---|
২ টি WECDR (খাবার গাড়ি) |
১ টি WPC (পাওয়ার কার) |
১ টি WJC (এসি কেবিন) |
২ টি WJCC (এসি চেয়ার) |
৮ টি WEC (শোভন চেয়ার) |
সর্বশেষ আপডেট
বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ পৌঁছাল লালমনিরহাটে। বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ পৌঁছাল লালমনিরহাটে লালমনিরহাটজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সেই ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের তিন কোচ লালমনিরহাটে পৌঁছেছে। রোববার (১৯ নভেম্বর) বিকেলে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য তিনটি কোচ লালমনিরহাট স্টেশনের প্লাটফর্মে পৌঁছায়।
রোববার তিনটি কোচ পৌঁছেছে। পর্যায়ক্রমে বাকি কোচগুলোও পৌঁছে যাবে। আপাতত একটি মাত্র ইন্দোনেশিয়ান রেকে চলবে এ ট্রেন। যা লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বুড়িমারী স্থলবন্দর তথা বাকি চার উপজেলার যাত্রীদের জন্য আপাতত শাটল ট্রেন যুক্ত থাকবে। পরে ডাবল রেক হলে এটি বুড়িমারী স্টেশন পর্যন্ত বাড়ানো হবে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন থেকে রাত ৯টায় ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বুধবার সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
FAQ
প্রশ্নঃ বুড়িমারী শাটল ট্রেন অফ ডে কবে ?
উত্তরঃ বুড়িমারী শাটল ট্রেন অফ ডে বা বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার।
প্রশ্নঃ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন অফ ডে কবে ?
উত্তরঃ ঢাকা কমলাপুর থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এর সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার এবং লালমনিরহাট থেকে এই ট্রেনের অফ ডে সোমবার।
গাইবান্ধা থেকে বগুড়া ভাড়া কতো
লালমনি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস এ ৭৫ টাকা ভাড়া
গাইবান্ধা থেকে লালমনিরহাট বুড়িমারী এক্সপ্রেস স্নিগ্ধা ভাড়া কত?
স্নিগ্ধা ১৬৭ টাকা এবং শোভন চেয়ার ৮৫ টাকা। অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে আরও ২০ টাকা ভ্যাট দিতে হবে প্রতি সিট এর জন্য। ধন্যবাদ