বিড়াল সম্পর্কে ৫টি বাক্য | বিড়াল নিয়ে হাদিস 2024
আজকে আপনাদের বিড়াল সম্পর্কে ৫টি বাক্য সহ বিস্তারিত তথ্য জানানোর চেস্টা করব। বিড়াল একটি গৃহপালিত স্তন্যপায়ী প্রানি আমরা সকলেই জানি। কিন্তু অনেকেই এই বিড়াল সম্পর্কে অনেক তথ্য জানি না।
তো চলুন জেনে নেওয়া যাক বিড়াল সম্পর্কে ৫টি বাক্য বা গুরুত্বপূর্ণ এমন কিছহু তথ্য সম্পর্কে যা এর আগে আপনি কখনো জানতেন না। এমন চমৎকার কিছু তথ্য নিয়েই আমাদের আজকের আলোচনা।
বিড়াল সম্পর্কে ৫টি বাক্য
- বিড়াল একটি স্তন্যপায়ী গৃহপালিত পশু। যার প্রধান খাদ্য আমিষ, বিশেষ করে দুধ এবং মাছ।
- বিড়াল নির্জন শিকারি, যার নিজস্ব শারীরিক ভাষা রয়েছে।
- যদি প্রশ্ন করা হয়ে থাকে কোন প্রাণী সবথেকে বেশি ঘুমায় ? উত্তর অবশ্যই বিড়াল। কেননা বিড়াল প্রায় দৈনিক ১২-১৫ ঘন্টা ঘুমিয়ে থাকে।
- একটি প্রাপ্তবয়স্ক বিড়াল প্রায় ১৮-২০ ইঞ্চি লম্বা এবং ৯-১০ ইঞ্চি উচ্চতার হয়ে থাকে। তবে এদের লেজ এদের দেহের উচ্চেচতার চেয়েও লম্বা হয়ে থাকে যা প্রায় ১২ ইঞ্চি। তবে পুরুষ ও মেয়ে বিরালে কিছুটা পার্থক্য লক্ষণীয়।
- বিড়াল নিশাচর প্রাণী হিসাবেও পরিচিত। বিড়াল পালন ইসলামে হালাল, মহানবী (সাঃ) নিজেও বিড়াল কে খুব পছন্দ করতেন।
বিড়াল খুবই মায়াবী প্রাণী। এরা খুবই শান্তশিষ্ট প্রজাতির প্রাণী। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বিড়াল লক্ষ করা যায় জাদের রয়েছে বেচে থাকার নিজস্ব সক্ষমতা।
জেনে নিনঃ বিড়ালের মার্কেট দাম 2024
বিড়াল নিয়ে হাদিস
বিড়াল একটি পবিত্র প্রাণী। রাসুল (সাঃ) যখন অজু করতেন তখন সেই পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। বিড়াল কে সঠিক মত খাবার না দিলে বা কোন অন্যায় করলে গুনাহগার হতে হবে। যাকে স্বয়ং নবীজি ভালোবাসতেন আমাদের কেও ভালবাসতে হবে।
আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ (সাঃ) এর একজন সাহাবি যার নাম ছিল আব্দুর রহমান (রাঃ)। তিনি অনেক বিড়াল পালন করতেন, মহানবী (সাঃ) তাকে ইয়া আবু হুরাইরা বলে সম্বোধন করেছিলেন। হুরাইরা মানেই হল বিড়াল অর্থাৎ বিড়ালের পিতা বলে সম্বোধন করেছিলেন বিধায় পরবর্তীতে আব্দির রহমান নিজের নাম পরিবরতন করে আবু হুরায়রা রেখেছিলেন। সুনহানাল্লাহ।
বিড়াল একটি পবিত্র প্রাণী। একে বাসায় লালন পালন করা যাবে তবে এর পর্যাপ্ত চাহিদা পুরন করতে হবে। এক মহিলা বিড়াল কে ঘরে বন্ধি করে রেখে মারার কারনে কঠিনতর শাস্তি লাভ করে।
আপনি কি শিক্ষা, ট্রেনের খবর, ট্রাভেল গাইড, মার্কেট গাইড সহ সকল জেলার আপডেট পেতে চান ? তাহলে আপনি উঁকি মারতে পারেন আমাদের ফেসবুক পেজ এ!!
বিড়াল সম্পর্কে ১০টি বাক্য
বিড়াল গৃহপালিত শান্তশিষ্ট প্রজাতির প্রাণী। এর শরিরে ২২০-২৫০টি অস্থি বা হাড় রয়েছে এবং দাতের সংখ্যা ৩০টি। এরা ঘন্টায় প্রায় ৪৮ কিলোমিটার বেগে ছুটতে পারে। এদের ইন্দ্রিয় শক্তি মানুষের চেয়ে অনেকগুনে প্রখর। বিড়াল সকলের সাথে খুব ভালোভাবে মিশে থাকতে পছন্দ করে যা অন্য কোন প্রানির মধ্যে নেই।
পৃথিবীতে সবচেয়ে বেশি গৃহপালিত প্রাণী হচ্ছে বিড়াল। আমেরিকাতে প্রায় ৭৫ মিলিয়ন মানুষ বিড়াল লালন পালন করেন। বর্তমানে বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা লক্ষণীয়
বিড়াল মামালিয়া শ্রেণীর একটি প্রাণী। সব মিলিয়ে প্রায় ৩৪ প্রজাতির বিড়াল পৃথিবীতে পাওয়া যায়। তবে IPCBA এর মতে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৭৩টি বিড়ালের জাতি নির্ণয় করা হয়েছে।
বিড়াল অত্যন্ত শান্ত প্রজাতির প্রাণী। এদের ইন্দ্রিয় গ্রাহ্য মানুশের চেয়ে অনেক তুখোড় হয়ে থাকে। বলা হয়ে থাকে এরা সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এবং ভুমকম্পের মত অনুভূতি তে উদ্দীপনা সৃষ্টি করতে পারে।
বিড়াল সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বিড়ালের স্বভাব কি?
বিড়াল সম্পর্কে ৫টি বাক্য আপনারা জেনেই গেছেন। যেখানে বিড়ালের স্বভাব সম্পর্কে বলা হয়েছে। এসব ছারাও বিড়ালের একটি সাধারন স্বভাব হল এরা আরামপ্রিয়, আদুরে, ঘুম কাতুরে স্তন্যপায়ী প্রাণী।
বিড়াল গরগর শব্দ করে কেন?
বিড়াল প্রসবের পর নতুন যে বেবির জন্ম হয় সেই বাচ্চা গুলো সাধারণত গড়গড় শব্দ করেত থাকে। এই গড়গড় শব্দের মাধ্যমে সে তার মাকে জানাতে চায় যে সে ঠিক আছে। এছাড়াও কোন বেথা বা অসস্থির কারণেও গরগর শব্দ করে থাকে।
একটি বিড়াল কত বছর বাঁচে?
একটি বিড়াল সাধারণত ১০-১২ বছর বাচে। তবে আপনার যত্নের উপর এবং প্রতিকূল পরিবেশ এর ওপর ভিত্তি করে বলা হয়ে থাকে বিড়ালের গড় আয়ু ১৩ থেকে ১৪ বছর। তবে অনেক বিদেশি বিড়াল ৩০ বছর এর মতও বেচে থাকে।
বিড়াল কতবার প্রসাব করে
একটি প্রাপ্তবয়স্ক বিড়াল দিনে ২-৫ বার প্রসাব করে থাকে। তবে এই মাত্রা খাদ্য, পরিবেশ ইত্যাদির ওপর নির্ভর করে থাকে। কিডনি রোগে আক্রান্ত হলে বিড়াল বেশি বেশি প্রসাব করতে পারে।
বিড়াল সম্পর্কে ৫টি বাক্য
(১)বিড়াল শান্তশিষ্ট আরামপ্রিয় প্রাণী। (২)এর জিবে প্রয়োজনীয় রিসেপ্টর না থাকায় মিস্টি জাতীয় জিনিস কম খায়, আবার লবণাক্ত পানিও খেতে পারে। (৩)এদের দৃষ্টিশক্তি প্রখর এবং মানুষের মত আলাদা (৪)আলাদা নাকের গঠন। এরা ঘুমপ্রিয় (প্রায় ১০-১২ ঘন্টা) কিন্তু শব্দকাতর। (৫)এরা দ্রুত বেগে চলতে পারে এবং বিড়ালের রয়েছে সবল ইন্দিয় গ্রাহ্য।