গোসলের ফরজ কয়টি ও কি কি | গোসলের সুন্নত কয়টি ও কি কি 2025

আমাদের অনেকেই জানি না গোসলের ফরজ কয়টি ও কি কি এবং গোসলের সুন্নত কয়টি ও কি কি। শুধু তাই নয় গোসল কখন ফরজ এবং কখন সুন্নত এই বিষয়টি নিয়েও অনেকের মনে নানান জল্পনা কল্পনার সৃষ্টি হয়ে থাকে। তাই বিষয়টি অতি সহজে আপনাদের সঠিকভাবে বুঝানোর লক্ষেই আজকের এই পোস্ট।

সবার আগে চলুন জেনে নিই গোসল আসলে কি ? গোসল একটি আরবি শব্দ। ইসলামী শরিয়তের পরিভাষায় গোসল মানে হচ্ছে পবিত্রতা অর্জন করা। গোসলের সংস্কৃত অর্থ হচ্ছে স্নান এবং বাংলা অর্থ অবগাহন। আপনি কি জানেন পবিত্রতার আর একটি পন্থা হচ্ছে অজু। তাই জানতে হবে ওযুর ফরজ কয়টি ও কি কি

গোসলের ফরজ কয়টি ও কি কি

গোসলের ফরজ মূলত তিনটি (০৩)। সর্ব প্রথম গড়গড়াইয়া কুলি করা (তিনবার), নাক সাফ করা (নরম অংশ পর্যন্ত তিনবার) এবং সর্বশেষে সারা শরির ভালমত ধৌত করা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *