ঈদের ছুটিতে যা যা থাকছে ফ্যান্টাসি কিংডমে 2024

আশুলিয়া ৮তে অবস্থিত ফ্যান্টাসি কিংডম এর পুরো নাম ফ্যান্টাসি কিংডম থিম পার্ক। এই পার্কটি ২০০২ সালের ১৯শে ফেব্রুয়ারি তারিখে উদ্ভোধন করা হয়।এই পার্কটির রক্ষণাবেক্ষণা ও পরিচালনা করেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড।

প্রতি ঈদেই আগে থেকেই উল্লেখ করে দেওয়া হয় যে কি কি রাইডস থাকবে। সেই ধারাবাহিকতায় এইবারও ফ্যান্টাসি কিংডম কর্তৃক বিখ্যাত বিডি টিম আপডেট নিউজ জানতে পেরেছে।

বিবৃতিতে বলা হয়, ফ্যান্টাসি কিংডম এ দারুন সব আকর্ষণীয় রাইডস রয়েছে। আগে কিছু কিছু রাইডস বন্ধ থাকলেও, এবারের ইদে গেম জোন, সুস্বাদু খাবার, গো-কার্ট, ওয়াটার পার্ক সহ ঈদ উপলক্ষে মজার সব আয়োজন করা হবে। যেগুলো ছোট বড় সকলের জন্যই উন্মুক্ত থাকবে।

এবারের ঈদ উল আযহায় ফ্যান্টাসি কিংডম এর প্রতিটি রাইদস আর আকর্ষণীয় করে তুল্বে বলে আশামত দিয়েছেন কর্তৃপক্ষ।

ফ্যান্টাসি কিংডম রাইডস নাম

এই পার্কে সকল বয়সী দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডস রয়েছে। এসবের মধ্যে রোলার কোস্টার, ওয়াটার পার্ক, ম্যাজিক কার্পেট, ইজি-ডিজি ইত্যাদি অন্যতম।

এছারাও ছোটদের জন্য রয়েছেঃ হ্যাপি ক্যাঙ্গারু, পনি, হাইওয়ে কনভয়, কিডস বাম্পার কার এবং বিভিন্ন গেম শো।

ওয়াটার কিংডম

ফ্যান্টাসি কিংডম এর মুল আকর্ষণ এই ওয়াটার কিংডম জোন। এখানে আপনি সত্যিই পানির রাজ্যে হারিয়ে যাবেন। এখানে রয়েছে ভার্চুয়াল একুরিয়াম টানেল, স্লাইড ওয়ার্ল্ড, টিওব স্লাইড সহ বিভিন্ন আয়োজন।

এছারাও ঈদ উপলক্ষে প্রতিবার এখানে ডি.জে পার্টির আয়োজন করা হয়ে থাকে। শুধু তাই নয়, যুক্ত হয় ফ্যামিলি পুল ও লেজি রিভার।

হেরিটেজ কর্নার

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের রসের মাঝে ডুবিয়ে রাখবে এই হেরিটেজ কর্নার। এখানকার সুন্দর কারুকাজ দর্শকদের মন জয় করে নিবেই।

গো কার্ট

ঈদের এই ছুটির সময়কে আনন্দঘন করে তুলবে এই গো কার্ট। জার অপর নাম এক্সট্রিম রেসিং রাইডস। গো কার্ট এর আঁকাবাঁকা ট্রাকে উথে ইঞ্জয় করার সময় আপনার প্রতিটি মুহূর্তই হবে শ্বাসরুদ্ধকর। তাই বলছি এটি ঈদের দিনটিকে আনন্দঘন করে তুলবে।

রিসোর্ট আটলান্টিস

ফ্যান্টাসি কিংডম এ সারাদিন ঘুরাফেরা করলে অবসাদ ও ক্লান্তি আসবে এতাই স্বাভাবিক। তাই সারাদিন এর ক্লান্তি দূর করার জন্য এই রিসোর্ট আটলান্টিক অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

এখানে বেশ কিছু অত্যাধুনিক সুবিধা রয়েছে তার মধ্যে ইনডোর গেম, মুখরোচক খাদ্য অন্যতম। তাই বলা যায়, ঈদের দিনে পরিবারে সঙ্গে সময় কাটানোর জন্য ভাল একটি রাইডস হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *