শিশুদের টিকা দেওয়ার সময়সূচী বাংলাদেশ 2024
শুরু হয়ে গেল জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। শিশুদের টিকা দেওয়ার সময়সূচী বাংলাদেশঃ ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুকি কমান। এখন শিশুদের টিকা দেওয়ার সময়সূচী সম্পর্কে জানব।
টিকাদান কর্মসূচী কি ?
টিকাদান কর্মসূচী হল একটি সময়-সারণী যা আমাদেরকে বিভিন্ন বয়সের কথা মাথায় রেখে জনগণকে সচেতন ও নাগরিক সেবা প্রদান করে একজন ব্যক্তির সর্বোত্তম প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে, এবং টিকাদান সম্পন্ন করে।
আর বিস্তারিত জানুন Bikkhato BD তে
শিশুদের টিকা দেওয়ার সময়সূচী
শিশুদের টিকা দেওয়ার সময়সূচী প্রতি বছরই নির্দিষ্ট সময় ধরে চলে। এবারের ভিটামিন ‘এ” প্লাস ক্যাম্পেইন সারা বাংলাদেশ এ আগামী ১৮ই জুন, ২০২৪ রোজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। তাই এই সময়সূচীর মধ্যে আপনার শিশুর টিকাদান সম্পন্ন করুন।
শিশুর বয়স ৬ থেকে ১১ মাস হলে নীল রঙের ক্যাপসুল, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধ এর পাশাপাশি পরিমান মত গরে তৈরি সুষম খাবার খাওয়ান। একইসাথে শিশুর বয়স ১২ মাস থেকে ৫৯ মাস হলে ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ান।
শিশু জন্মের কত দিনের মধ্যে টিকা দিতে হয়
সাধারণত শিশু জন্মের ১৪ দিন পর বিসিজি টিকা সহ ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ এবং ১৪ সপ্তাহ বয়সে যথাক্রমে প্যান্টাভেলেন্ট টিকা (৩ ডোজ), পিসিভি টিকা (৩ ডোজ), BOPV টিকা (৩ ডোজ), IPV টিকা ( ২ ডোজ) এবং ৯ মাস ও ১৫ মাস বয়সে এম আর টিকা দিতে হয়। তবে অনেকেই শিশুদের টিকা দেওয়ার সময়সূচী জানেন না। তাই আপনাদের বিস্তারিত জানানো হল।
শিশুদের টিকা দেওয়ার সময়সূচী সম্পর্কে জানলাম। এখন চলুন জেনে নিই, শিশুদের মোট কয়টি টিকা দিতে হয় এই সম্পর্কে।
শিশুদের মোট কয়টি টিকা দিতে হয়
আগে শিশুকে জন্মের পর চারটি (০৪) টিকা দিলেই হতো তবে এখন টিকাকেন্দ্রে জেতে হয় ছয়বার। নতুন যুক্ত হওয়া টিকা দুটি হচ্ছেঃ নিউমোনিয়ার টিকা, হাম ও রুবেলার টিকা এবং পোলিওর ইনজেকশন টিকা।তাই বলা যায় এখন শিশুদের মোট ছয়টি (০৬) টিকা দিতে হয়।
টিকা বা ভ্যাকসিনের নাম
- হেপাটাইসিস বি ( ২ মাস, ৩ মাস এবং ৮ মাস বয়সে)
- রোটাভাইরাস ( পলিও)
- মেনিনগোকক্কাস
- নিউমোকক্কাল
- বিসিজি
- এম আর
- চিকেন পক্স
- মাম্পস
- ইনফ্লুয়েঞ্জা
- এইচ পি ভি ইত্যাদি।