কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল 2024

4/5 - (1 vote)
কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল
কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল

পরিবারের সকলকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমনের জন্য আমরা হন্নে হয়ে ছুটাছুটি করি ছুটির দিনগুলোতে আপনজনদের সাথে। পরিবারের সবাই মিলে সুন্দর সময় পার করতে অনেকেই কলকাতা নিউ মার্কেট কে বেছে নেই। তাই আজকে কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল নিয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব।

কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল

কলকাতা নিউ মার্কেট এলাকাতে বেশ কয়েকটি জনপ্রিয় থ্রি-স্টার, ৫ স্টার আবাসিক এবং নন আবাসিক হোটেল রয়েছে । আবাসিক হোটেল গুলোর মধ্যে দি অভেরই গ্র্যান্ড হোটেল, ল্যাটিট গ্রেট ইস্টার্ন হোটেল, দি পার্ক হোটেল, কলকাতা সার্ভিস এপার্টমেন্ট, গলওয়ে গেস্ট হাউজ, ব্যাকপিকার পার্ক এবং হোটেল সোসাইটি অন্যতম।

কলকাতার সেরা ১০ টি আবাসিক হোটেল নিয়ে আবাসিক হোটেল নিয়ে আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক।

আপনি কি শিক্ষা, ট্রেনের খবর, ট্রাভেল গাইড, মার্কেট গাইড সহ সকল জেলার আপডেট পেতে চান ? তাহলে আপনি উঁকি মারতে পারেন আমাদের ফেসবুক পেজ এ!!

কলকাতা নিউ মার্কেট এর সেরা ১০ টি হোটেল এর তালিকা

১। দি অভেরই গ্র্যান্ড কলকাতা

এটি এখানকার একমাত্র ৯+ রেটিং প্রাপ্ত আবাসিক হোটেল। এখানকার সিকিউরিটি, খাবারের মান, রুমের কোয়ালিটি অনেক ভাল। নিউ মার্কেট থেকে ২০০ মিটার দূরে এই আবাসিক হোটেলটির অবস্থান।

এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই, সুইমিং পুল, ফ্রি পার্কিং, ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক সুবিধা সহ ধূমপান মুক্ত রুম এবং শীতাতপ নিয়ন্ত্রিত সিস্টেম। এই হোটেল টির অবস্থান জহরলাল নেহেরু রোড, ৫৬০০০১ কলকাতা। এখানে খরচ একটু বেশি পরবে।

এছারাও এখানে রয়েছেঃ

  • আধুনিক সকল সুবিধা যেমন এসি, ওয়াইফাই এবং বাথ
  • সমুদ্র দর্শন সুবিধা
  • সুইমিং পুল ইত্যাদি।

২। হোটেল প্রেসিডেন্সি ইন.

কলকাতা নিউ মার্কেট এর একদম কাছে প্রায় ৪৫০ মিটারের মধ্যে অবস্থিত। এই মূল ঠিকানাটি হচ্ছে ২/১, মারকুইস রোড, নিউ মার্কেট, ধর্মতলা, ৭০০০১৬ কলকাতা

নিউ মার্কেট এর কাছাকাছি এটি একটি জনপ্রিয় আবাসিক হোটেল হিসাবে পরিচিত। এখানের সার্ভিস কিছুটা খারাপ হলেও কম বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি আবাসিক হোটেল।

৩। সার্ভিস এপার্টমেন্ট

২০১৩ সালের ১২ই ডিসেম্বর থেকে যাত্রা শুরু হয় এই হোটেলটির। নিউ মার্কেট থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত এই আবাসিক হোটেলটিও বেশ জনপ্রিয় এখানকার চমৎকার পরিবেশনার জন্য।

এখানের লাক্সারিয়াস রুম ও সিটি ভিউ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষি হয়ে থাকবে। এই হোটেলটির অবস্থানঃ রিপন সড়ক, ৩য় তালা, ৭০০০১৬ কলকাতা। কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল এর মধ্যে সেরা একটি হোটেল এটি।

এছারাও এখানে রয়েছেঃ

  • ওয়াশিং মেশিন সুবিধা
  • ফ্রি ওয়াইফাই
  • ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক সুবিধা
  • নিয়মিত পরিচ্ছন্নকর্মী
  • সোপান সুন্দর কিচেন
  • এয়ার কন্ডিশনার সহ আধুনিক সব সুবিধা।

৪। দি এলজিন ফেয়ারলন

এটি নিউ মার্কেটের কাছাকাছি আরেকটি জনপ্রিয় আবাসিক হোটেল গুলোর মধ্যে একটি। ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করা এই হোটেলটি ইন্ডিয়ান জাদুঘর এর পাশেই অবস্থিত এবং নিউ মার্কেট থেকে প্রায় আনুমানিক ২০০ মিটারের দুরত্তে অবস্থিত। ২ জন এর জন্য প্রতি রাত এ ৭০০০ টাকার মতো খরচ হবে।

৫। ল্যাটিট গ্রেট ইস্টার্ন হোটেল

এই আবাসিক হোটেলটি কলকাতার পুরনো হোটেল সমূহের মধ্যে একটি। ঐতিহ্যবাহী এই হোটেলটি আনুমানিক প্রায় ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নানান কারনে বহুবার বন্ধ রাখা হলেও ২০১৩ সালে নতুন আঙ্গিকে পুনরায় খোলা হয়।

এখানে পাবেনঃ

  • ২টি সুইমিং পুল সুবিধা
  • ফ্রি ওয়াইফাই
  • এয়ারপোর্ট সাঁটল
  • ফ্যামিলি রুম
  • ব্রেকফাস্ট সুবিধা
  • ২৪ ঘণ্টা ফ্রি ফ্রন্ট ডেস্ক সুবিধা
  • রুম সার্ভিস
  • বার ইত্যাদি

৬। ট্রিবো ট্রিস্ট দি ইমপ্রেস

এটি কলকাতা লিউ মার্কেট থেকে মাত্র ৬০০ মিটার দূরে অবস্থিত একটি নান্দনিক মার্কেট। এটি কম বাজেটের মধ্যে সেরা হোটেল গুলোর একটি। এখানে প্রতি রাতে ২ জন প্রাপ্তবয়স্কের জন্য খরচ হবে ৪২৬৫ টাকা।

এটির অবস্থানঃ ১২/২এ, ফায়ার ব্রিজ হেট কোয়ার্টার, নিউ মার্কেট, ধর্মতলা। এখানে বেশ কিছু নান্দনিক সুবিধা রয়েছে।জার কারনে এটি অন্য কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল গুলোর চেয়ে আলাদা।

  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • এয়ার কন্ডিশনিং বাবস্থা
  • ধূমপান মুক্ত রুম
  • নিজস্ব বাথরুম এবং
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সুবিধা।

৭। পার্ক কলকাতা

কলকাতা নিউ মার্কেট থেকে প্রায় ০.৬ কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেল অনেক জনপ্রিয় একটি হোটেল। এখানে খরচ অনেক বেশি হয়ে থাকে। তবে সার্ভিস এর ক্ষেত্রে কোন সমস্যা নেই। সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে এখানে।

এই হোটেলের অবস্থানঃ ১৭ পার্ক রোড, ৭০০০১৬ কলকাতা। এখানে আট ধরনের ডাইনিং সুবিধার পাশাপাশি লাক্সারিয়াস রউম রয়েছে। প্রতি রাতে খরচ হবে ১১০০০ টাকা।

এছারাওউ রয়েছেঃ

  • সুইমিং পুল
  • ফ্রি ওয়াইফাই
  • স্পা
  • এয়ারপোর্ট সাঁটল
  • রুম সার্ভিস
  • রেস্টুরেন্ট
  • ফ্রি পারকিং এবং
  • বার ইত্যাদি।

৮। হোটেল এঞ্জিনা

কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল গুলোর মধ্যে যতগুলো থ্রি স্টার হোটেল রয়েছে তাদের মধ্যে এটি অন্যতম জনপ্রিয় একটি হোটেল।

মাত্র ২৫০০-৩০০০ টাকায় এখানে রাতে থাকার সুবিধা পাবেন। এই হোটেল এর অবস্থানঃ ৭/১, মারকুইস স্ট্রিট, তালতলা, কলকাতা।

কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল সম্পর্কে আরও জানতে ক্লিক করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *