বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী | Burimari Express Train Schedule 2023
আগামী ৫-ই নভেম্বর উদ্বোধন হতে যাওয়া আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের খুঁটিনাটি তথ্য নিচে তুলে ধরা হলো। মুলত ভারতের দার্জিলিং ও ভুটান জেতে এই বুড়িমারী তথা লালমনিরহাট ও রংপুর জেলা ব্যাপক ভুমিকা পালন করে। বাসে যাতায়াত অনেক রিস্কি হয়ে থাকে এবং প্রতিদিন প্রায় ১২০০ লিটার ডিজেল খরচ হয়ে থাকে।
এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন এর প্রস্তাবনা জারী করে। অবশেষ এ যাত্রীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রেলের শহর হলেও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগে তেমন কোনো আন্তঃনগর ট্রেন ছিল না। লালমনি এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও তা একটি মাত্র রেক দিয়ে সকাল ১০টা ৪০ মিনিটে লালমনিরহাট স্টেশন ছেড়ে মধ্যরাতে ঢাকায় পৌঁছায়। আবার একই রেক ফিরে আসে। ফলে রাতের আন্তঃনগর ট্রেন সুবিধা বঞ্চিতই ছিল রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট।
বুড়িমারী এক্সপ্রেস
আগামী ১লা ডিসেম্বর থেকে উদ্বোধন হতে যাওয়া আন্তঃনগর ট্রেনটিই হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস ( Burimari Express)। তবে এই ট্রেন ছাড়াও পাবনা এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার নোটিস ও চলে আসবে বলে আসা করা যাচ্ছে। জানিয়ে রাখি যে প্রতিদিন এই রোডে ৩ টি ট্রেন চলাচল করে থাকে। একটি রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস।
এই সবগুলো ট্রেন কে কাউনিয়া জেতে হয় উল্টা রাস্তায় যার ফলে প্রতিদিন প্রায় ৬০-৭০ কিলো মিটার পথ বেশি ঘুরতে হয়। ফলশ্রুতিতে বেশি তেল খরচ হয়। আবার লালমনি এক্সপ্রেস ট্রেনটিকেও ঘুরে জেতে হয়। এই সমস্যা থেকে দূর করার জন্যই নতুন এই ট্রেনের প্রস্তাবনা।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং স্টপেজ নিয়ে জটিলটার কারনেই এতদিন শিডিউল দেওয়া যায় নি বলে জানিয়েছেন রেল মন্ত্রনালয়। বিভিন্ন সময় বিভিন্ন স্টেশন কে সংযুক্ত না করার একটা বার্থ চেস্টা চালাবার চেস্টা করেছে একটি চক্র। আবার অনেকেই নন স্টপ সার্ভিসের প্রস্তাব ও রেখেছেন।
তবে নতুন সময়সূচী অনুসারে নতুন প্রস্তাবনায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি থাকছে না পীরগাছা, বামনডাঙ্গা, সোনাতলা ও জয়দেবপুর জংশন স্টেশনে। এ নিয়ে অনেকে দ্বিমত ও পোষণ করেছেন। বিশেষ করে জয়দেবপুর বাসি এবং বামনডাঙ্গা বাসির মানুষ জন।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন লালমনিরহাট থেকে ছেড়ে কাউনিয়া জংশন, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার জংশন, নাটোর, (চাটমোহর/উল্লাপাড়া’র যেকোনো একটি) এবং বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করে কমলাপুর গিয়ে পৌঁছাবে আপাতত এটাই হচ্ছে সময়সূচী। বিস্তারিত জানতে নিচের টেবিল খেয়াল করুন
- ৮০৯ নং বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ঢাকা ছাড়বে সকাল ৮:৩০মিনিটে এবং লালমনিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। অপরদিকে ৮১০ নং বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট ছাড়বে রাত ৯:১৫ এবং ঢাকা পৌঁছাবে সকাল ৬টা।
আপনি কি শিক্ষা, ট্রেনের খবর, ট্রাভেল গাইড, মার্কেট গাইড সহ সকল জেলার আপডেট পেতে চান ? আপনাকে উঁকি মারতেই হবে আমাদের ফেসবুক পেজ এ!!
বুড়িমারী শাটল ট্রেন সময়সূচী ২০২৩
১১৩ নং বুড়িমারী শাটল লালমনিরহাট ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে এবং বুড়িমারী পৌঁছাবে বিকাল ৪:৩০ মিনিটে। একইভাবে ১১৪ নং বুড়িমারী শাটল বুড়িমারী ছাড়বে বিকাল ৪:৫০মিনিট লালমনিরহাট পৌছাবে ৬:৫০মিনিট। ১১৫ নং শাটল লালমনিরহাট ছাড়বে সন্ধ্যা ৭:১০মিনিট বুড়িমারী পৌছাবে রাত ৯:১০মিনিট এবং সর্বশেষ ১১৬ নং শাটল বুড়িমারী ছেড়ে যাবে রাত ৯:৩০মিনিট লালমনিরহাট পৌঃ রাত ১১:৩০মিনিট। ট্রেনগুলোর সাপ্তাহিক অফডে হবে মঙ্গলবার।
ট্রেনের নাম | ছাড়ার সময় | আসার সময় |
---|---|---|
১১৩ নং শাটল | লালমনিরহাট- দুপুর ২:৩০ | বুড়িমারী- বিকাল ৪:৩০ |
১১৪ নং শাটল | বুড়িমারী- বিকাল ৪:৫০ | লালমনিরহাট- সন্ধ্যা ৬:৫০ |
১১৫ নং শাটল | লালমনিরহাট- সন্ধ্যা ৭:১০ | বুড়িমারী- রাত ৯:১০ |
১১৬ নং শাটল | বুড়িমারী- রাত ৯:৩০ | লালমনিরহাট- রাত ১১:৩০ |
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন স্টপেজ ( সম্ভাব্য)
- বুড়িমারী
- পাটগ্রাম
- হাতিবান্ধা
- তুষভাণ্ডার
- আদিতমারী
- লালমনিরহাট
- কাউনিয়া জংশন
- গাইবান্ধা
- বোনারপাড়া
- বগুড়া
- সান্তাহার জংশন
- নাটোর
- বিমানবন্দর এবং
- ঢাকা কমলাপুর
ট্রেনটিতে লালমনি/রংপুর/কুড়িগ্রাম এক্সপ্রেস মতন ২০১৯ সালের লাল সবুজ ইন্দোনেশিয়ান কোচ থাকবে এবং এদের মতই কম্পোজিশন হবে । অর্থাৎ ১৪/২৮ লোডের রেক হবে ।
কোচ সমুহ |
---|
২ টি WECDR (খাবার গাড়ি) |
১ টি WPC (পাওয়ার কার) |
১ টি WJC (এসি কেবিন) |
২ টি WJCC (এসি চেয়ার) |
৮ টি WEC (শোভন চেয়ার) |
সর্বশেষ আপডেট
বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ পৌঁছাল লালমনিরহাটে। বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ পৌঁছাল লালমনিরহাটে লালমনিরহাটজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সেই ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের তিন কোচ লালমনিরহাটে পৌঁছেছে। রোববার (১৯ নভেম্বর) বিকেলে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য তিনটি কোচ লালমনিরহাট স্টেশনের প্লাটফর্মে পৌঁছায়।
রোববার তিনটি কোচ পৌঁছেছে। পর্যায়ক্রমে বাকি কোচগুলোও পৌঁছে যাবে। আপাতত একটি মাত্র ইন্দোনেশিয়ান রেকে চলবে এ ট্রেন। যা লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বুড়িমারী স্থলবন্দর তথা বাকি চার উপজেলার যাত্রীদের জন্য আপাতত শাটল ট্রেন যুক্ত থাকবে। পরে ডাবল রেক হলে এটি বুড়িমারী স্টেশন পর্যন্ত বাড়ানো হবে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন থেকে রাত ৯টায় ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বুধবার সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
FAQ
প্রশ্নঃ বুড়িমারী শাটল ট্রেন অফ ডে কবে ?
উত্তরঃ বুড়িমারী শাটল ট্রেন অফ ডে বা বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার।
প্রশ্নঃ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন অফ ডে কবে ?
উত্তরঃ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এর সাপ্তাহিক বন্ধের দিন বা অফ ডে হচ্ছে মঙ্গলবার। তবে বন্ধের দিন ছাড়া প্রতিদিন নিয়মিত ঢাকা থেকে লালমনিরহাট চলাচল করবে।