বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী | Burimari Express Train Schedule 2024

4.4/5 - (14 votes)
বুড়িমারী এক্সপ্রেস
বুড়িমারী এক্সপ্রেস

অনেক জল্পনা কল্পনা শেষ এ ১২ মার্চ ২০২৪ থেকে চালু হয়েছে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস। শুধু তাই নয় ৯ই মার্চ থেকে অনলাইনে টিকেট কাটাও শুরু হয়েছে। অনলাইনে টিকেট পাবেন সরকারি সাইট বা অ্যাপ এর মাধ্যমে।

মুলত ভারতের দার্জিলিং ও ভুটান জেতে এই বুড়িমারী তথা লালমনিরহাট ও রংপুর জেলা ব্যাপক ভুমিকা পালন করে। বাসে যাতায়াত অনেক রিস্কি হয়ে থাকে এবং প্রতিদিন প্রায় ১২০০ লিটার ডিজেল খরচ হয়ে থাকে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন এর প্রস্তাবনা জারী করে। অবশেষ এ যাত্রীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রেলের শহর হলেও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগে তেমন কোনো আন্তঃনগর ট্রেন ছিল না।

মনে রাখবেন, ঢাকা থেকে লালমনিরহাট এই ট্রেনের অফ ডে মঙ্গলবার। তবে লালমনিরহাট থেকে ঢাকা আসার সময় অফ ডে সোমবার

যদিও লালমনি এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও তা একটি মাত্র রেক দিয়ে সকাল ১০টা ৪০ মিনিটে লালমনিরহাট স্টেশন ছেড়ে মধ্যরাতে ঢাকায় পৌঁছায়। আবার একই রেক ফিরে আসে। ফলে রাতের আন্তঃনগর ট্রেন সুবিধা বঞ্চিতই ছিল রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট।

বুড়িমারী এক্সপ্রেস

৬ই ডিসেম্বর ২০২৩ পরিক্ষামূলক ভাবে চলাচল কারি আন্তঃনগর ট্রেনটিই হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস ( Burimari Express)। তবে এই ট্রেন ছাড়াও পাবনা এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার নোটিস ও চলে আসবে বলে আসা করা যাচ্ছে। জানিয়ে রাখি যে প্রতিদিন এই রোডে ৩ টি ট্রেন চলাচল করে থাকে। একটি রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস।

এই সবগুলো ট্রেন কে কাউনিয়া জেতে হয় উল্টা রাস্তায় যার ফলে প্রতিদিন প্রায় ৬০-৭০ কিলো মিটার পথ বেশি ঘুরতে হয়। ফলশ্রুতিতে বেশি তেল খরচ হয়। আবার লালমনি এক্সপ্রেস ট্রেনটিকেও ঘুরে জেতে হয়। এই সমস্যা থেকে দূর করার জন্যই নতুন এই ট্রেনের প্রস্তাবনা।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং স্টপেজ নিয়ে জটিলটার কারনেই এতদিন শিডিউল দেওয়া যায় নি বলে জানিয়েছেন রেল মন্ত্রনালয়। বিভিন্ন সময় বিভিন্ন স্টেশন কে সংযুক্ত না করার একটা বার্থ চেস্টা চালাবার চেস্টা করেছে একটি চক্র। আবার অনেকেই নন স্টপ সার্ভিসের প্রস্তাব ও রেখেছেন।

তবে নতুন সময়সূচী অনুসারে নতুন প্রস্তাবনায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি থাকছে না পীরগাছা, বামনডাঙ্গা, সোনাতলা ও জয়দেবপুর জংশন স্টেশনে। এ নিয়ে অনেকে দ্বিমত ও পোষণ করেছেন। বিশেষ করে জয়দেবপুর বাসি এবং বামনডাঙ্গা বাসির মানুষ জন।

নতুন সময়সূচী অনুসারে ৮১০ নং বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ঢাকা ছাড়বে সকাল ৮:৩০মিনিটে এবং লালমনিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। অপরদিকে ৮০৯ নং বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট ছাড়বে রাত ৯:১৫ এবং ঢাকা পৌঁছাবে সকাল ৬টা। (সম্ভাব্য)

আপনি কি শিক্ষা, ট্রেনের খবর, ট্রাভেল গাইড, মার্কেট গাইড সহ সকল জেলার আপডেট পেতে চান ? তাহলে আপনি উঁকি মারতে পারেন আমাদের ফেসবুক পেজ এ!!

Burimari Express Train Schedule 2024

এখানে আপনাদের সুবিধার জন্য ২টি কলাম করে দেওয়া হয়েছে। প্রথম কলামে ঢাকা থেকে যাওয়ার সময় কোন কোন স্টেশনে থামবে এবং ঐ ষ্টেশন থেকে কখন ছাড়বে তা বলে দেওয়া হয়েছে। একইভাবে ২য় কলামে লালমনিরহাট থেকে ছাড়ার সময় কোন কোন স্টেশনে থামবে এবং উক্ত ষ্টেশন হতে ছাড়ার সময় বলে দেওয়া হয়েছে।

ষ্টেশনের নামঢাকা থেকে ছাড়ার সময় (ওপর থেকে)লালমনি থেকে ছাড়ার সময় (নিচ থেকে)
ঢাকা কমলাপুরসকাল ৮ঃ৩০—-
বিমানবন্দরসকাল ৮ঃ৫৮সকাল ৬:৩০
ঈশ্বরদীদুপুর ১২ঃ৩০—-
নাটোরদুপুর ১ঃ০৫ভোর ২:০০
সান্তাহারদুপুর ২:২০ভোর ১:০০
বগুড়াদুপুর ৩ঃ০৫রাত ১২:০৮
বোনারপাড়াবিকাল ৪ঃ০০রাত ১১:১৫
গাইবান্ধাবিকাল ৪ঃ৩০রাত ১০ঃ৪৭
কাউনিয়াবিকাল ৫ঃ৪০রাত ৯:৩৫
লালমনিরহাট—-রাতঃ ৯ঃ১০
তুষভাণ্ডার—-—-
হাতীবান্ধা—-—–
বোরখাটা—-—–
পাটগ্রাম—-—–
বুড়িমারী—-—-
বুড়িমারি এক্সপ্রেস ত্রেনের অফ ডে মঙ্গলবার

বুড়িমারী শাটল ট্রেন সময়সূচী ২০২৪

১১৩ নং বুড়িমারী শাটল লালমনিরহাট ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে এবং বুড়িমারী পৌঁছাবে বিকাল ৪:৩০ মিনিটে। একইভাবে ১১৪ নং বুড়িমারী শাটল বুড়িমারী ছাড়বে বিকাল ৪:৫০মিনিট লালমনিরহাট পৌছাবে ৬:৫০মিনিট। ১১৫ নং শাটল লালমনিরহাট ছাড়বে সন্ধ্যা ৭:১০মিনিট বুড়িমারী পৌছাবে রাত ৯:১০মিনিট এবং সর্বশেষ ১১৬ নং শাটল বুড়িমারী ছেড়ে যাবে রাত ৯:৩০মিনিট লালমনিরহাট পৌঃ রাত ১১:৩০মিনিট। ট্রেনগুলোর সাপ্তাহিক অফডে হবে মঙ্গলবার।

ট্রেনের নামছাড়ার সময়আসার সময়
১১৩ নং শাটললালমনিরহাট- দুপুর ২:৩০বুড়িমারী- বিকাল ৪:৩০
১১৪ নং শাটলবুড়িমারী- বিকাল ৪:৫০লালমনিরহাট- সন্ধ্যা ৬:৫০
১১৫ নং শাটললালমনিরহাট- সন্ধ্যা ৭:১০বুড়িমারী- রাত ৯:১০
১১৬ নং শাটলবুড়িমারী- রাত ৯:৩০লালমনিরহাট- রাত ১১:৩০
বুড়িমারী শাটল ট্রেন সময়সূচী

যে যে ষ্টেশনে যাত্রা বিরতি করবে

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পাটগ্রাম থেকে ছেড়ে গিয়ে,বোরখাটা, হাতিবান্দা, তুষভান্ডার , লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার জংশন, নাটোর, এবং বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করে কমলাপুর গিয়ে পৌঁছাবে এটাই হচ্ছে সময়সূচী।

ঢাকা থেকে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

বুরিমারি এক্সপ্রেস

লালমনিরহাট থেকে ঢাকা বুড়িমারি ট্রেনের সময়সূচী

butimari express lalmonirhat to dhaka

বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ভাড়া

নতুন সময়সূচী ও ভাড়া অনুসারে ঢাকা থেকে লালমনিরহাট এ ভাড়া বা টিকেট মূল্য, শোভন চেয়ার ৫০৫ টাকা, স্নিগ্ধা ৯৬৬টাকা এবং এসি ১১৬২টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে লালমনিরহাট থেকেও সম পরিমান ভাড়া দিতে হবে।

স্টেশন এর নামভাড়া
ঢাকা টু বুড়িমারীশোভন চেয়ার ৫৭৫ টাকা
ঢাকা টু পাটগ্রামশোভন চেয়ার ৫৭৫ টাকা
ঢাকা টু বারখাটাশোভন চেয়ার ৫৫০ টাকা
ঢাকা টু হাতীবান্ধাশোভন চেয়ার ৫৪০ টাকা
ঢাকা টু তুষভাণ্ডারশোভন চেয়ার ৫২৫ টাকা
ঢাকা টু লালমনিরহাটশোভন চেয়ার ৫০৫, স্নিগ্ধা ৯৬৬, এসি ১১৬২ টাকা
ঢাকা টু কাউনিয়াশোভন চেয়ার ৫০৫ টাকা, স্নিগ্ধা ৯৬৬ টাকা
ঢাকা টু গাইবান্ধাশোভন চেয়ার ৪৪৫, স্নিগ্ধা ৮৫১, এসি ১০২৪ টাকা
ঢাকা টু বোনারপাড়াশোভন চেয়ার ৪৩০টাকা, স্নিগ্ধা ৮২৩ টাকা
ঢাকা টু বগুড়াশোভন চেয়ার ৩৯৫, স্নিগ্ধা ৭৫৯, এসি ৯০৯ টাকা
ঢাকা টু সান্তাহারশোভন চেয়ার ৩৬০, স্নিগ্ধা ৬৯০, এসি ৮২৩ টাকা
ঢাকা টু নাটোরশোভন চেয়ার ৩২০ টাকা, স্নিগ্ধা ৬১০ টাকা
ঢাকা টু ঈশ্বরদীশোভন চেয়ার ২৯০টাকা, স্নিগ্ধা ৫৫৮টাকা
ঢাকা টু বিমানবন্দরশোভন চেয়ার ৫০, স্নিগ্ধা ১১৫, এসি ১২৭টাকা

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন স্টপেজ | burimari express train stoppage

  • বুড়িমারী
  • পাটগ্রাম
  • বোরখারা
  • হাতিবান্ধা
  • তুষভাণ্ডার
  • লালমনিরহাট
  • কাউনিয়া জংশন
  • গাইবান্ধা
  • বোনারপাড়া
  • বগুড়া
  • সান্তাহার জংশন
  • নাটোর
  • বিমানবন্দর এবং
  • ঢাকা কমলাপুর

ট্রেনটিতে লালমনি/রংপুর/কুড়িগ্রাম এক্সপ্রেস মতন ২০১৯ সালের লাল সবুজ ইন্দোনেশিয়ান কোচ থাকবে এবং এদের মতই কম্পোজিশন হবে । অর্থাৎ ১৪/২৮ লোডের রেক হবে ।

কোচ সমুহ
২ টি WECDR (খাবার গাড়ি)
১ টি WPC (পাওয়ার কার)
১ টি WJC (এসি কেবিন)
২ টি WJCC (এসি চেয়ার)
৮ টি WEC (শোভন চেয়ার)

সর্বশেষ আপডেট

বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ পৌঁছাল লালমনিরহাটে। বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ পৌঁছাল লালমনিরহাটে লালমনিরহাটজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সেই ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের তিন কোচ লালমনিরহাটে পৌঁছেছে। রোববার (১৯ নভেম্বর) বিকেলে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য তিনটি কোচ লালমনিরহাট স্টেশনের প্লাটফর্মে পৌঁছায়।

রোববার তিনটি কোচ পৌঁছেছে। পর্যায়ক্রমে বাকি কোচগুলোও পৌঁছে যাবে। আপাতত একটি মাত্র ইন্দোনেশিয়ান রেকে চলবে এ ট্রেন। যা লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বুড়িমারী স্থলবন্দর তথা বাকি চার উপজেলার যাত্রীদের জন্য আপাতত শাটল ট্রেন যুক্ত থাকবে। পরে ডাবল রেক হলে এটি বুড়িমারী স্টেশন পর্যন্ত বাড়ানো হবে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন থেকে রাত ৯টায় ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বুধবার সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

FAQ

প্রশ্নঃ বুড়িমারী শাটল ট্রেন অফ ডে কবে ?

উত্তরঃ বুড়িমারী শাটল ট্রেন অফ ডে বা বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার।

প্রশ্নঃ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন অফ ডে কবে ?

উত্তরঃ ঢাকা কমলাপুর থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এর সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার এবং লালমনিরহাট থেকে এই ট্রেনের অফ ডে সোমবার।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *