ভূলতা গাউছিয়া মার্কেট | গাউছিয়া মার্কেট কবে বন্ধ থাকে 2024
গাউছিয়া মার্কেট (Gausia Market) বাংলাদেশের অন্যতম প্রাণবন্ত এবং জনবহুল মার্কেট। আপনি কি পাইকারি কিংবা খুচরায় কম দামে কাপড় ও অন্যান্য পণ্যের মার্কেট খুজতেছেন ? তাহলে ঠিক জায়গাতেই রয়েছেন। কেননা আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব।
ঢাকা জেলায় ও নারায়ণগঞ্জ জেলায় যতগুলো পাইকারি মার্কেট রয়েছে তাদের মধ্যে গাউছিয়া নামটি অন্যতম। যারা অল্প পুজি কিংবা বেশি পুজি নিয়ে বাবসা করতে চাচ্ছেন তাদের জন্য অনেক জনপ্রিয় এক্তি মার্কেট এটি। কথায় আছে দামে কম মানে ভাল পন্নের জন্য সেরা এই মার্কেট।
গাউছিয়া মার্কেট
Gausia Market বাংলাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত একটি জমজমাট ব্যবসায়িক এলাকা। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত, গাউছিয়া মার্কেট বছরের পর বছর ধরে সমগ্র দেশের বৃহত্তম কাপড়ের মার্কেটপ্লেসে পরিণত হয়েছে।
এটি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মকান্ডে মুখরিত থাকে এবং খাদ্য, পোশাক, ইলেকট্রনিক্স এবং গয়না সহ বিস্তৃত পণ্য ও পরিষেবার জন্য বিখ্যাত। এই মার্কেট বাংলাদেশী বাঙালি সংস্কৃতি সম্পর্কে আরও জানতে উৎসাহ প্রদান করে।
আপনি কি শিক্ষা, ট্রেনের খবর, ট্রাভেল গাইড, মার্কেট গাইড সহ সকল জেলার আপডেট পেতে চান ? তাহলে আপনি উঁকি মারতে পারেন আমাদের ফেসবুক পেজ এ!!
গাউছিয়া মার্কেট কোথায়
বাংলাদেশে গাউছিয়া মার্কেট দুইটি (০২)। একটি হল ঢাকা গাউছিয়া আর অপরটি ভুলতা গাউছিয়া। ঢাকা গাউছিয়া মার্কেট ঢাকার নিউ মার্কেট অঞ্চলে অবস্থিত। অপরদিকে ভুলতা গাউছিয়া নারায়ণগঞ্জের রুপগঞ্জ, ভূলতায় অবস্থিত।
তাই আপনি কোনটি খুজতেছেনে সেটি আপনার ব্যাপার। আপনাদের সুবিধার জন্য আমরা এই দুইটি মার্কেট এর অবস্থান ও বিস্তারিত আপনাদের অবহিত করব।
ঢাকা গাউছিয়া মার্কেট
- ঢাকা গাউছিয়া মার্কেট ঢাকা জেলার প্রান কেন্দ্র নিউ মার্কেট এর পাশেই অবস্থিত। ঢাকার সিটি কলেজ থেকে দক্ষিণাংশে এবং নীলক্ষেত বই এর মার্কেট থেকে উত্তরাংশে এই মার্কেট এর অবস্থান।
এর আশেপাশের কয়েকটি মার্কেট হচ্ছেঃ
- ঢাকা নিউ মার্কেট
- নীলক্ষেত মার্কেট
- কাটাবন মার্কেট
- এলিফান্ট রোড মার্কেট
- ইসলামপুর কাপড়ের মার্কেট
ভুলতা গাউছিয়া মার্কেট
- এটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মার্কেট। প্রতিদিন নানা পেশার মানুষ তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় এবং ঘুরার জন্য এখানে আসে বিশেষ করে মহিলারা। এই মার্কেট ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভুলতা এলাকায় অবস্থিত যেটি তৈরি পোশাকের বৃহত্তম পাইকারি বাণিজ্যস্থল হিসেবে পরিচিত।
ভুলতা গাউছিয়া মার্কেট কিভাবে যাব
এই মার্কেট ঢাকা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে নারায়নগঞ্জ জেলার রূপসী উপজেলার ভুলতায় অবস্থিত। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এখানে আসা যাবে। কারন এখানে আসার যোগাযোগ বাবস্থা অনেক সচ্ছল। সড়ক পথে খুব সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে এখানে আসা যাবে।
বাসে আসা তুলনামূলক অনেক সহজ। তাই কিভাবে যাবেন বিস্তারিত বলা হয়েছে, খেয়াল করুন।
স্থান | বাস সমুহ |
---|---|
রাজধানী ঢাকা | ঢাকা থেকে গুলিস্তান, যাত্রাবাড়ী হয়ে কাঞ্চন ব্রিজ এর উপর দিয়ে সহজেই পৌঁছানো যাবে। গুলিস্তান থেকে হিমাচল ও মেঘলা পরিবহন বাস রয়েছে। |
ঢাকা গাউছিয়া | এখান থেকে সরাসরি মেঘলা বাসে করে ভুলতা গাউছিয়া যাওয়া যায়। এছাড়াও মিরপুর, শাহবাগ, ধানমণ্ডি, মৌচাক, কাকরাইল থেকে সহজেই যাওয়া যায়। |
আব্দুল্লাহপুর/গাজিপুর/ উত্তরা | এসব এরিয়া থেকে কুড়িল বিশ্বরোড থেকে ডিরেক্ট বাসে করে ভুলতা যেতে পারবেন। বাস সমুহের মধ্যে বি আর টি সি বাস অন্যতম। |
ঢাকা গাউছিয়া মার্কেট কিভাবে যাব
এই মার্কেট ঢাকা জেলার কলাবাগান থানার পাশে সাইন্সল্যাব ও নিউ মার্কেট এলাকার মাঝে অবস্থিত। ঢাকার যেকোনো প্রান্ত ও দেশের যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই এখানে আসতে পারবেন।
- মিরপুর হতে নিউ মার্কেটের যেকোনো বাসে করে এই মার্কেট আসা যায়। মিরপুর মেট্রো, ট্রান্স সিল্ভা, দিশারি ইত্যাদি মান সম্পন্ন বাসে করে আসা যায় ।
- গাবতলি, সাভার, চন্দ্রা থেকে সরাসরি বাসে এই মার্কেট এ আসা যায়। কমন কিছু বাসের মধ্যে গাবতলি ৮ নং বাস, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট এবং চন্দ্রা বাইপাইল গামী সকল বাস।
- এছাড়াও শাহবাগ, গুলিস্তান, শনির আখড়া , মৌচাক, মালিবাগ, কাকরাইল সহ নারায়ণগঞ্জের মার্কেট থেকে সরাসরি বাসে আসা যায়।
ঢাকা গাউছিয়া মার্কেট কবে বন্ধ থাকে
- গাউছিয়া মার্কেট সপ্তাহের সকল দিন খোলা থাকে না।এটি সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকলেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মার্কেটিং নিয়ম অনুসারে এই মার্কেট একটি পূর্ণ দিন ও আর এক দিনের অর্ধ কর্ম দিবস বন্ধ থাকে। সেই অনুসারে ঢাকা গাউছিয়া মার্কেট মঙ্গলবার সারাদিন ও বুধবার অর্ধেক বেলা বন্ধ থাকে।
ভুলতা গাউছিয়া মার্কেট কবে বন্ধ থাকে
- এই মার্কেট এ অন্তত ৪ হাজারেরও বেশি পাইকারি ও খুচরা দোকান রয়েছে যা দেশের অন্য যেকোনো মার্কেটের চেয়ে অনেক বেশি। রাস্তার পাশের পাইকারি দোকান গুলো ছাড়া সপ্তাহের ১ দিন (শনিবার) এই মার্কেট বন্ধ থাকে। মঙ্গলবার এই বাজার তার সরূপে ফিরে আসে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত নানান আয়োজনের সাথে ক্রেতা বিক্রেতারা ক্রয়-বিক্রয় করে থাকেন।
প্রশ্নঃ গাউছিয়া মার্কেট থ্রি পিস এর দাম কেমন ?
উত্তরঃ গাউছিয়া মার্কেটে ১৩০ টাকা থেকে শুরু হয়ে অনেক দামি ও ভালো মানের থ্রি পিস পাওয়া যায়। থ্রি পিস এর পাশাপাশি প্যান্ট পিস, শার্ট পিস এবং ৫০-৭০ টাকার গজ কাপড় সহ কম দামে আপনার দোকান বা প্রয়োজনের কাপড় সুলভ মূলে নিতে পারবেন।
প্রশ্নঃ গাউছিয়া মার্কেটে কি কি পাওয়া যায় ?
উত্তরঃ জামদানি শাড়ি থেকে শুরু করে মাথার টুপি, পাঞ্জাবি সব মেলে এই হাটে। ছাপা কাপড়, থান কাপড়, সুতি কাপড়, গজ কাপড়, সেলোয়ার কামিজ, থ্রি-পিস, ওড়না, শার্ট-প্যান্ট তো বটেই; রমজানে বাড়তি যোগ হয় জাকাতের কাপড়ও।
প্রশ্নঃ ভুলতা গাউছিয়া পাইকারি মার্কেট কোথায় ?
উত্তরঃ ভুলতা গাউছিয়া পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা তে অবস্থিত।
গাউছিয়া মার্কেট লোকেশন
রাজধানী থেকে ২৪ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ ঘেঁষে মার্কেটটি গড়ে ওঠে ১৯৭৯ সালে ছোট্ট পরিসরে। ধীরে ধীরে ১২০ বিঘা জমির ওপর মার্কেটটি সম্প্রসারিত হয় যা বর্তমানে দেশের অন্যতম বড় একটি মার্কেট।