শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তি | শেরপুর কিসের জন্য বিখ্যাত

5/5 - (1 vote)

শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তি ও শেরপুর কিসের জন্য বিখ্যাত এই সকল বিভিন্ন প্রশ্ন অনেকেই জানতে চায়, বিশেষ করে ভাইভা বোর্ড এ। তাই আজ শেরপুর জেলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব

শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮২৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল।পরবর্তীতে ময়মনসিংহ বিভাগ হওয়ার পর এই জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তি
শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তি | শেরপুর কিসের জন্য বিখ্যাত

শেরপুর জেলা

প্রাচীনকালে শেরপুর জেলা কামরূপ রাজ্যের অংশ ছিল। এ জেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণ-পশ্চিমে জামালপুর জেলা ও পূর্বদিকে ময়মনসিংহ জেলা অবস্থিত। এ জেলার সকল তথ্য sherpur.gov.bd এই ওয়েবসাইটে সংরক্ষিত।

জেনে নিনঃ জামালপুর কিসের জন্য বিখ্যাত

মোঘল সম্রাট আকবরের শাসন আমলে এই এলাকা দশ কাহনিয়া নামে পরিচিত ছিল।আগে শেরপুর যেতে ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদী পার হওয়া লাগতো। নদী পারাপারের জন্য দশ কাহন কড়ি নির্ধারিত ছিল বলে এই এলাকায় দশ কাহনিয়া নামে পরিচিতি লাভ করে।

শেরপুর জেলার ইতিহাস

শেরপুর জেলা তে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ভাউলিয়ার গাজী ঈশা খাঁর বংশধর থেকে দশ কাহনিয়া এলাকা দখল করে নেয়।

দশ কাহনিয়া পরগনা পরবর্তীতে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নাম অনুসারে শেরপুর নামকরণ করা হয়।

একসময় এখানে ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী বিদ্রোহ অনুষ্ঠিত হয়। ফকির আন্দোলনের নেতা তিপু শাহ্‌ এই এলাকায় সার্বভৌমত্ব ঘোষণা করেন।

শেরপুর জেলার আয়তন

শেরপুর জেলার আয়তন ১৩৬৩.৭৬ বর্গ কিলোমিটার। শেরপুর জেলা পূর্বে জামালপুর জেলার একটি মহাকুমা ছিল।

১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি এটিকে জেলা হিসাবে ঘোষণা করা হয়। ঢাকা থেকে শেরপুর শররের দূরত্ব প্রায় ১৯৮ কিলোমিটার। এ জেলার অর্থনীতি কৃষিনির্ভর।

শেরপুর কিসের জন্য বিখ্যাত

শেরপুর জেলা নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। এছারাও এ জেলা তুলসীমালা চাল, ছানার পায়েশ, ছানার চপ এর জন্য বিখ্যাত। শেরপুর জেলা অনুরাধার দই এর জন্যও বিখ্যাত। দেশের অন্যতম পর্যটক কেন্দ্র গজনি ও গারো পাহাড় শেরপুরেই অবস্থিত। যেটি এ জেলাকে বিখ্যাত করে তুলেছে বিশ্ব দরবারে।

তুলসীমালা চাল শেরপুরের অমূল্য রতন। একে জামাই আদুরি চাল ও বলা হয়ে থাকে শেরপুর জেলায়। অনেক উপজাতির বসবাস এই শেরপুরে বিশেষ করে গারো। এই উপজাতির বংশধররা এখন গারো পাহাডের এলাকা তে বসবাস করে আসছেন।

জেনে নিনঃ কোন জেলা কিসের জন্য বিখ্যাত

শেরপুর জেলার থানা সমূহ

শেরপুর জেলা মোট ৫ টি উপজেলা নিয়ে গঠিত। শেরপুর সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতি, নকলা, শ্রীবরদি ইত্যাদি।

থানা সমূহ হলঃ

  • শেরপুর সদর
  • নালিতাবাড়ি
  • ঝিনাইগাতি
  • নকলা এবং
  • শ্রিবরদি

শেরপুর জেলার দর্শনীয় স্থান সমূহ

শেরপুর জেলার দর্শনীয় স্থান সমূহ এর মধ্যে গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্ক, কসবা মসজিদ, লোকনাথ মন্দির, মরিয়ম নগর গির্জা, নয়আনি জমিদার বাড়ি সহ শেরপুর নামের প্রতিষ্ঠাতা শের আলি গাজি মাজার অন্যতম।

একনজরে শেরপুর জেলা তে অবস্থিত সেরা ৩০ টি দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নিন।

দর্শনীয় স্থান সমূহদর্শনীয় স্থান সমূহ
১।গজনী অবকাশ কেন্দ্র১৪। মধুটিলা ইকোপার্ক
২। ঘাঘড়া খান বাড়ি জামে মসজিদ১৫। গড়জরিপা বার দুয়ারী মসজিদ
৩। মাইসাহেবা জামে মসজিদ১৬। কসবা মুঘল মসজিদ
৪। মঠ লস্কর বারী মসজিদ১৭। আড়াই আনী জমিদার বাড়ি
৫। নয়াআনী বাজার নাট মন্দির১৮। নয়আনী জমিদার বাড়ির রংমহল
৬। নয়আনী জমিদার বাড়ি১৯। গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির
৭। লোকনাথ মন্দির২০। বারোমারি গির্জা
৮। নয়াবাড়ির টিলা২১। রাজার পাহাড় ও বাবেলাকোনা
৯। পৌনে তিন আনী জমিদার বাড়ি২২। পানিহাটা-তারানি পাহাড়
১০।সুতানাল দীঘি২৩। নালিতাবাড়ির রাবারড্যাম
১১।মুন্সি দাদার মাজার২৪। অলৌকিক গাজির দরগাহ
১২।শের আলী গাজীর মাজার২৫। অর্কিড পর্যটন কেন্দ্র
১৩।গড়জরিপা ফোর্ট২৬। গড়জরিপা কালিদহ গাং এর ডিঙ্গি
শাহ কামাল এর মাজার২৭। মরিয়ম নগর গীর্জা
শেরপুর জেলার দর্শনীয় স্থান সমূহ

শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তি

শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে বলতে গেলে সর্ব প্রথম যে নামটি চলে আসে তিনি হলেন শের আলী গাজী যার নামে আজ এই শেরপুর। এছাড়াও রয়েছেন বেগম মতিয়া চৌধুরী, মমিন সাহেব এবং সত্যেন্দ্র মোহন চৌধুরী। যারা এই শেরপুর জেলার বিখ্যাত সন্তান।

এছারাও রয়েছেনঃ

  • বেগম মতিয়া চৌধুরী ( রাজনীতিবিদ )
  • বজলুর রহমান ( সাংবাদিক )
  • শের আলী গাজী ( যার নামে আজ শেরপুর জেলা )
  • আতিউর রহমান আতিক (সংসদ সদস্য শেরপুর-১)
  • এ কে এম ফজলুল হক ( সংসদ সদস্য শেরপুর-২)।
  • খন্দকার আব্দুল হামিদ
  • নিগার সুলতানা
  • আফসার আলী রবি নিয়োগী প্রভৃতি নাম
জেনে নিন জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি কারা

দেখে নিন ভিডিও

শেরপুর কিসের জন্য বিখ্যাত

শেরপুর কিসের জন্য বিখ্যাত ?

শেরপুর জেলা তুলসীমালা চাল, ছানার পায়েশ, ছানার চপ এর জন্য বিখ্যাত।

শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তি কে কে ?

শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে বলতে গেলে সর্ব প্রথম যে নামটি চলে আসে তিনি হলেন শের আলী গাজী যার নামে আজ এই শেরপুর। এছাড়াও রয়েছেন বেগম মতিয়া চৌধুরী, মমিন সাহেব এবং সত্যেন্দ্র মোহন চৌধুরী।

শেরপুর জেলা থানা সমূহ কয়টি ও কি কি ?

শেরপুর জেলা মোট ৫ টি থানা নিয়ে গঠিত। শেরপুর সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতি, নকলা এবং শ্রীবরদি ইত্যাদি।

শেরপুর জেলার দর্শনীয় স্থান সমূহ কি কি ?

গজনি আবকাশ কেন্দ্র, মধুটিলা ইকোপার্ক সহ অনেক শেরপুরের দর্শনীয় স্থান রয়েছে।

শেরপুর জেলার বিখ্যাত খাবার কি ?

উত্তরঃ তুলসীমালা চাল, ছানার পায়েশ, ছানার চপ এবং অনুরাধার দই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *